×

আন্তর্জাতিক

গাজায় চরম খাদ্য সংকটে নারকীয় পরিস্থিতি : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৪, ০৯:০৭ এএম

গাজায় চরম খাদ্য সংকটে নারকীয় পরিস্থিতি : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ছবি: গেটি ইমেজ

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলছে, ফিলিস্তিনের গাজা উপত্যকার খান ইউনিসের নাসের হাসপাতালে খাবারের ব্যাপক সংকট থাকা সত্ত্বেও সেখানে তারা খাবার সরবরাহ করতে পারছে না। তল্লাশি কেন্দ্রগুলোতে বিলম্বের ফলে কঠিন পরিস্থিতি তৈরি হচ্ছে। খবর: আলজাজিরার। 

গাজার উত্তরাঞ্চলে খাদ্য সরবরাহের পর ত্রাণকর্মী মার্সি কর্পস বলেন, দুজনকে দম বন্ধ হয়ে মারা যেতে দেখেছি। প্রচুর লোকজনের ভিড়ে তারা অসুস্থ হয়ে পড়েছে। ওই এলাকায় খাদ্য সরবরাহ তেমন একটা হয়নি। এরা কোথায় আহত হয়েছিলেন, এদের নামপরিচয়ই বা কী, আমরা তা জানি না।’

প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটি (পিআরসিএস) বলেছে, ইসরায়েলি বাহিনী আল-আমাল হাসপাতালে হামলা চালিয়েছে এবং সেখানে আশ্রয় নেয়া বাস্তুচ্যুত লোকদের বন্দুকের মুখে সরিয়ে নেয়ার দাবি করছে। নাসের মেডিকেল কমপ্লেক্সসহ খান ইউনিসের হাসপাতালটি এক সপ্তাহেরও বেশি সময় ধরে অবরোধ ও ইসরায়েলি ট্যাংক ফায়ারের অধীনে রয়েছে।

উল্লেখ্য, ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজায় অন্তত ২৬ হাজার ৭৫১ জন নিহত হয়েছেন। আহত হয়েছে ৬৫ হাজার ৬৩৬ জন। অন্যদিকে এ পর্যন্ত হামাসের হামলায় ইসরায়েলে এক হাজার ১৩৯ জন নিহত হয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App