×

আন্তর্জাতিক

গাজায় গণহত্যা

আইসিসির রুলিং কার্যকর দেখতে চায় চীন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৪, ০৩:০০ পিএম

আইসিসির রুলিং কার্যকর দেখতে চায় চীন

ছবি: সংগৃহীত

চীন বলেছে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যা বন্ধের বিষয়ে হেগের আন্তর্জাতিক বিচার আদালত (আইসিসি) যে রুলিং দিয়েছে তা কার্যকরভাবে বাস্তবায়নের আশা করছে বেইজিং।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন সোমবার (২৯ জানুয়ারি) এ আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বলেন, গাজার বেসামরিক জনগণকে রক্ষার বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যাপক উদ্বেগ দূর করা এবং গাজার চলমান উত্তেজনা ও মানবিক সংকট অবসানের জন্য শুক্রবার হেগের আদালত এই রুলিং দিয়েছে।

ওয়াং ওয়েনবিন জোর দিয়ে বলেন, চীন বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে পরিচালিত সব ধরনের হামলার ঘটনার নিন্দা জানায় এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের প্রতিটি পদক্ষেপের বিরোধিতা করে।

গত শুক্রবার হেগের আন্তর্জাতিক আদালত গাজায় গণহত্যা ঠেকানোর জন্য ইসরায়েলকে সব ধরনের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে। এছাড়া সেখানে পর্যাপ্ত পরিমাণে মানবিক ত্রাণ সহায়তা পৌঁছানোর সুযোগ দেয়ার কথা বলেছে।

আন্তর্জাতিক বিচার আদালতের এই রুলিং আইনগতভাবে মেনে চলতে ইসরায়েল বাধ্য কিন্তু বাস্তবতা হচ্ছে- রুলিং বাস্তবায়নের জন্য কোনো সুনির্দিষ্ট পদক্ষেপের কথা বলা হয়নি।





সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App