×

আন্তর্জাতিক

ক্যানসার থেকে মুক্তি পেতে গঙ্গার পানিতে চোবানোয় শিশুর মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৪, ০১:৫০ পিএম

ক্যানসার থেকে মুক্তি পেতে গঙ্গার পানিতে চোবানোয় শিশুর মৃত্যু

ক্যানসার থেকে মুক্তি পেতে গঙ্গার পানিতে চোবানোয় মৃত্যু হয়েছে এক শিশুর। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরাখণ্ডে।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দেশটির উত্তরাখণ্ডের হরিদ্বারে গঙ্গা নদীতে পাঁচ বছর বয়সী ওই ছেলে শিশুকে তীব্র ঠান্ডায় দীর্ঘক্ষণ চুবিয়ে রাখার পর তার মৃত্যু হয়। কবর এনডিটিভির।

জানা যায়, শিশুটি ব্লাড ক্যানসারে আক্রান্ত ছিলো এবং এর থেকে মুক্তি পেতেই তাকে গঙ্গাস্ন্নান করাতে নিয়ে যান তার বাবা-মা এবং এক আন্টি। 

গুরুতর অসুস্থ শিশুটিকে নিয়ে বুধবার সকাল ৯টায় দিল্লি থেকে হরিদ্বারে যান তার পরিবার।

সামাজিক মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, শিশুটিকে দীর্ঘক্ষণ পানিতে চুবিয়ে রেখেছে তার এক খালা এবং তার পাশে শিশুটির মা-বাবা দাঁড়ানো। এসময় আশপাশের মানুষ বিষয়টি লক্ষ্য করে শিশুটিকে তুলে ফেলতে বললেও বাধা দেয় ওই মহিলা। পরে শিশুটিকে পানি থেকে তুলে হাসপাতালে নেয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

হরিদ্বার সিটি পুলিশের প্রধান স্বতন্ত্র কুমার জানান, শিশুটির পরিবারের সদস্যরা তাদের জানায় সে ক্যানসারে আক্রান্ত এবং গুরুতর অসুস্থ ছিল। তাকে সুস্থ করার বিশ্বাস নিয়ে গঙ্গার পানিতে চুবিয়েছেন তারা। বর্তমানে শিশুটির বাবা-মা ও ওই আত্মীয়াকে পুলিশের জিম্মায় রাখা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App