×

আন্তর্জাতিক

চীনের জিনজিয়াংয়ে ব্যাপক তুষার ধস, আটকা ১ হাজার পর্যটক

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৪, ০৩:৪৪ পিএম

চীনের জিনজিয়াংয়ে ব্যাপক তুষার ধস, আটকা ১ হাজার পর্যটক

তুষার ধস ও ঝড়ো আবহাওয়ার কারণে চীনের উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ জিনজিয়াংয়ের পর্যটন গ্রাম হেমুতে আটকা পড়েছেন প্রায় ১ হাজার পর্যটক। হেমু এবং তার আশপাশের বিভিন্ন এলাকায় ৩-২১ ফুট পর্যন্ত তুষার স্তূপ জমে গেছে।

রবি ও সোমবারের ব্যাপক তুষারপাত-ধসের জেরে গ্রামটির সঙ্গে অন্যান্য অঞ্চলের সব সংযোগ সড়ক বন্ধ হয়ে গেছে। জমে থাকা তুষারের পরিমাণ এত বিপুল যে শিগগির সেগুলো পরিষ্কার করে সড়কগুলোকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনাও প্রায় অসম্ভব। খবর সিন হুয়ার।

প্রতিবেদনটিতে বলা হয়, জিনজিয়াং প্রদেশের সঙ্গে সীমান্ত রয়েছে কাজাখস্তান, রাশিয়া এবং মঙ্গোলিয়ার। হেমু গ্রামটি ওই সীমান্ত এলাকায় অবস্থিত। প্রাকৃতিক সৌন্দর্যের কারণে গ্রামটিতে সারা বছর পর্যটকদের আনাগোনা থাকে। ইতিমধ্যে কয়েকজন পর্যটককে হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার করা হয়েছে। তবে এখনো প্রায় ১ হাজার পর্যটক আটকে আছেন।

জিনজিয়াং প্রদেশের মহাসড়ক ব্যবস্থাপনা দপ্তরের প্রধান ঝাঁও জিনশেং গণমাধ্যমকে বলেন, ‘শীত মৌসুমে হেমু কিংবা আলতাই পার্বত্য অঞ্চলের অন্যান্য এলাকায় ব্যাপক তুষারপাত বিরল ঘটনা নয়, তবে যে মাত্রার তুষার ধস হয়েছে তা এ অঞ্চলে বিরল।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App