×

আন্তর্জাতিক

ভিয়েতনামের সাবেক স্বাস্থ্যমন্ত্রীর ১৮ বছরের কারাদণ্ড

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৪, ১০:৪৫ এএম

ভিয়েতনামের সাবেক স্বাস্থ্যমন্ত্রীর ১৮ বছরের কারাদণ্ড

করোনা মহামারির সময় টেস্টিং কিট ক্রয় নিয়ে দুর্নীতি করায় ভিয়েতনামের সাবেক স্বাস্থ্যমন্ত্রী এনগুইয়েন থান লংকে ১৮ বছর কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত।

শুক্রবার (১২ জানুয়ারি) রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন এনগুইয়েন। রায় ঘোষণার পর কারাগারে যাওয়ার আগে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি দোষ করেছি। আমি অনুতপ্ত।’

করোনা মহামারির সময়ে বিভিন্ন কোম্পানিকে টেস্টিং কিট আমদানির অনুমোদনের বিনিময়ে ২২ লাখ ৫০ হাজার ডলার ঘুষ নিয়েছিলেন বলে অভিযোগ আনা হয়েছিল এনগুইয়েনের বিরুদ্ধে। আদালতে সেই অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় তাকে এই দণ্ড দেয়া হয়েছে বলে জানিয়েছে ভিয়েতনামের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা। 

গত বছর থেকে দেশজুড়ে দুর্নীতি অভিযান পরিচালনা করছে ভিয়েতনামের সরকার। এই অভিযানে ইতোমধ্যে শতাধিক সাবেক ও বর্তমান মন্ত্রী-সরকারি কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। এরই অংশ হিসেবে দুর্নীতি প্রমাণিত হওয়ায় সাজা পেলেন এনগুইয়েন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App