×

আন্তর্জাতিক

হুতিদের বিরুদ্ধে অভিযানের ইঙ্গিত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৪, ০৯:৩২ এএম

হুতিদের বিরুদ্ধে অভিযানের ইঙ্গিত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের

ইয়েমেনের হুতিরা মঙ্গলবার লোহিত সাগরে পরপর ২১টি ড্রোন ও ক্ষেপনাস্ত্র হামলা চালিয়েছে। এ হামলার পর ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক অভিযানের ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।

ইয়েমেনের ক্ষমতায় থাকা হুতিরা ১৯ নভেম্বর থেকে তাদের উপকূল সংলগ্ন লোহিত সাগর ও বাব আল মানদাব প্রণালীতে বাণিজ্যিক জাহাজগুলো লক্ষ্য করে একের পর এক হামলা চালাচ্ছে। গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের প্রতিবাদ জানাতে তারা ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত জাহাজগুলোতে হামলা চালাচ্ছে বলে দাবি করেছে।

হুতিদের হামলার কারণে আন্তর্জাতিক জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে বিঘ্নিত হচ্ছে। বহু জাহাজ কোম্পানি লোহিত সাগরের জলপথ বাদ দিয়ে পুরো আফ্রিকা মহাদেশ ঘুরে দীর্ঘ ও ব্যয়বহুল পথে তাদের জাহাজ গন্তব্যে পাঠাচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App