×

আন্তর্জাতিক

গাজায় একদিনেই ৯ সেনা হারালো ইসরায়েল

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৪, ০৯:৪৮ এএম

গাজায় একদিনেই ৯ সেনা হারালো ইসরায়েল

অবরুদ্ধ গাজা উপত্যকায় স্থল অভিযান চালাতে গিয়ে ৩ কর্মকর্তাসহ দখলদার ইসরায়েল তাদের আরো ৯ সেনাকে হারালো। 

মধ্য গাজার বুরেইজ এলাকায় গত সোমবার ভয়াবহ বিস্ফোরণে ইসরাইলের কম্ব্যাট ইঞ্জিনিয়ারিং কোরের পাঁচ সেনা নিহত হয়। 

গাজায় হামাসের একটি রকেট উৎপাদনকেন্দ্র পরিদর্শনের সময় এই বিস্ফোরণ ঘটে। খবর টাইমস অব ইসরায়েলের।

ইসরায়েলের গণমাধ্যমগুলো বলছে- প্রাথমিকভাবে এই বিস্ফোরণের কারণ অস্পষ্ট। তবে বিস্ফোরণের পরপরই হতাহতদের ইসরাইলি সেনারা গাজার বাইরে নিয়ে যায়। ইসরাইলি সেনা কমান্ডাররা এই ঘটনাকে ব্যাপক হতাহতের ঘটনা বলে উল্লেখ করেছে। 

টাইমস অব ইসরাইল বলছে- হামাসের কাছ থেকে উদ্ধার করা একটি রকেট উৎপাদন কারখানা দেখাতে গিয়েছিল এসব সেনা।

এদিকে, দখলদার ইসরায়েলি বাহিনী জানিয়েছে, গাজায় যুদ্ধ করতে গিয়ে সোমবার আরো চার সেনার মৃত্যু হয়েছে। এতে সব মিলিয়ে গাজায় স্থল অভিযান শুরুর পর থেকে ইসরাইলের ১৮৫ জন সেনা নিহত হলো। 

ইসরায়েলের এই হিসাবের বাইরে হামাস বলে আসছে- ইসরায়েলি সেনা হতাহতের পরিমাণ আরো অনেক বেশি, কিন্তু নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যত চিন্তা করে প্রকৃত সংখ্যা ঘোষণা করা হচ্ছে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App