×

আন্তর্জাতিক

মাঝ আকাশে খুলে পড়ল জানালা, জরুরি অবতরণ উড়োজাহাজের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৪, ০৫:৫২ পিএম

মাঝ আকাশে খুলে পড়ল জানালা, জরুরি অবতরণ উড়োজাহাজের

যুক্তরাষ্ট্রের আলাস্কা এয়ারলাইন্সের একটি বিমানে হঠাৎ বাধে বিপত্তি। মাঝ-আকাশে খুলে পড়ে উড়োজাহাজের জানালাসহ একটি কাঠামো। এমন পরিস্থিতিতে বিমানটি জরুরি অবতরণ করেছে। 

শনিবার (৬ জানুয়ারি) পোর্টল্যান্ড বিমানবন্দর থেকে বিমানটি উড্ডয়নের পর এ ঘটনা ঘটে।

আলাস্কা এয়ারলাইনসের বোয়িং-৭৩৭ ম্যাক্স ৯ মডেলের একটি যাত্রীবাহী উড়োজাহাজ পোর্টল্যান্ড থেকে উড্ডয়ন করে। গন্তব্য ছিল ক্যালিফোর্নিয়া। 

কিন্তু উড্ডয়নের পর বিচিত্র এ ঘটনার মুখোমুখি হন উড়োজাহাজটির আরোহীরা। হঠাৎ খুলে পড়ে জানালা। উড্ডয়নের ৩৫ মিনিট পর আবারও পোর্টল্যান্ডে ফিরে জরুরি অবতরণ করে উড়োজাহাজটি। ঘটনার সময় উড়োজাহাজটি ১৬ হাজার ফুটের বেশি ওপরে উড়ছিল।

আলাস্কা এয়ারলাইনস জানিয়েছে, উড়োজাহাজটিতে যাত্রী ও ক্রু মিলিয়ে ১৭৭ আরোহী ছিলেন। সবাই নিরাপদে নেমে আসতে পেরেছেন।

আলাস্কা এয়ারলাইনস বলছে, ‘এমন ঘটনা সচরাচর দেখা যায় না। আমাদের প্রশিক্ষিত ক্রুরা জরুরি পরিস্থিতি যথাযথ উপায়ে সামলে নিতে পেরেছেন।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App