×

আন্তর্জাতিক

সৌদি আরবে নতুন সোনার খনির সন্ধান

Icon

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৪, ০২:১৪ পিএম

সৌদি আরবে নতুন সোনার খনির সন্ধান

সৌদি আরবে আবারো একটি সোনার খনির সন্ধান পাওয়া গেছে। খনি আবিস্কারের বিষয়টি নিশ্চিত করেছেন সৌদি আরবের খনি পরিচালনাকারী প্রতিষ্ঠান মাদেন। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সংস্থাটি এমন তথ্য নিশ্চিত করেছে।

মাদেন কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে উৎপাতনে থাকা সোনার খনি মানসুরা মাসারাহের খুব কাছেই দক্ষিণে বেশ কয়েকটি স্থানে সোনার মজুত আবিস্কৃত হয়েছে। তারা বেশ কয়েকটি স্থানে সোনা মজুতের সন্ধান পেয়েছেন। খবর রয়টার্সের।


প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২০২২ সালে মানসুরা মাসারেহের কাছে ১০০ কিলোমিটার চওড়া একটি উপত্যকায় সোনার সন্ধানে জরিপকাজ শুরুর পর অবশেষে সফলতার মুখ দেখলো। অঞ্চলটির বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা নমুনা যাচাই করে দেখা গেছে, সেখানে উচ্চ ঘনত্বের সোনা পাওয়ার সম্ভাবনা প্রবল। নমুনা পরীক্ষায় দেখা গেছে, নতুন আবিস্কৃত ক্ষনিটিতে প্রতি টনের সোনার উপস্থিতি রয়েছে ১০ দশমিক ৪ গ্রাম থেকে ২০ দশমিক ৬ গ্রামের মধ্যে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App