×
Icon এইমাত্র
ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ফাঁকি মামলার শুনানি চলছে

আন্তর্জাতিক

নিজ দলের বিরুদ্ধে নির্বাচনে নামছেন মাহাথির

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০১৮, ০২:৫৪ পিএম

নিজ দলের বিরুদ্ধে নির্বাচনে নামছেন মাহাথির
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী তুন ড. মাহাথির মোহাম্মদের নতুন রাজনৈতিক দলের নাম পাত্রী প্রিবুমি বেরসাতু মালয়েশিয়া। সংক্ষেপে প্রিবুমি। এরই মধ্যে বিরোধী দলীয় রাজনৈতিক জোট ২০১৮ সালের নির্বাচনে মাহাথিরকেই তাদের প্রধানমন্ত্রী পদে নির্বাচনের জন্য সম্মত হয়েছে। তাই দীর্ঘ ২৩ বছর ধরে বারিসাহ ন্যাশনালের চেয়ারম্যান পদে দ্বায়িত্ব পালন করা মাহাথির এখন নিজ দলের বিরুদ্ধেই নির্বাচনে নামছেন। গুঞ্জন চলছে, নির্বাচনে কোন নিজের জন্য কোন আসন বেছে নেবেন মাহাথির। এরই মধ্যে প্রধান বিরোধী দল পিপলস জাস্টিস পার্টির (পিকেআর) ডেপুটি প্রেসিডেন্ট দাতুক সেরি আজমিন নিজের গোম্বাক আসনটি ছেড়ে দিতে চেয়েছেন ২১ বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা মাহাথিরের জন্য। আধুনিক মালয়েশিয়ার স্থপতি মাহাথির ২৪ জানুয়ারি এক অনুষ্ঠানে বলেছেন, আমি ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি, লাংকাউই, কুবাং পাসু বা পুত্রাজায়া থেকেই প্রতিদ্বন্দ্বিতা করবো। তবে আজমিনের অফারকে সম্মান দিয়ে ৯৩ বছর বয়সী মাহাথির বলেছেন, ধন্যবাদ তার অফারের জন্যে। কিন্তু আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। এর একদিন আগে শনিবার আজমিন তার গোম্বাকের আসনটি ড. মাহাথিরকে ছেড়ে দেওয়ার কথা বলেন। তিনি জানান, জোটের ঐক্য রক্ষায় এবং পিকেআর রাজি হলে নিজ আসনটি মাহাথিরের জন্য ছেড়ে দিতে প্রস্তুত তিনি। এর আগে গত দুই নির্বাচনেই গোম্বাক আসন থেকে জয় পেয়ে এমপি নির্বাচিত হয়েছিলেন আজমিন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App