×

আন্তর্জাতিক

করোনায় কাবা না ছুঁয়ে ভিন্ন এক হজের আয়োজন!

Icon

nakib

প্রকাশ: ০৬ জুলাই ২০২০, ১১:৪৬ এএম

করোনা ভাইরাসের কারণে সারা বিশ্বেই নানা পরিবর্তন। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় অয়োজন হজেও পড়েছে করোনর প্রভান। সারা বিশ্বের লাখো মানুষের পদচারণা ছাড়া সীমিত পরিসরে হজ্ব আযোজিত হবে। তবে এবারের আয়োজেনে হজ্বের আকর্ষণের সবচেয়ে কেন্দ্রবিন্দু কাবা ঘর তাওয়াফের সময় তা ছুঁয়া যাবে না! করোনা ভাইরাসের সংক্রমণ কমাতে হাজ্বীদের একত্রিত হওয়া নষিদ্ধ করা হয়েছে। আধুনিক সময়ে এ প্রথম বিশ্বের বিভিন্ন দেশে থেকে হাজ্বী ছাড়াই এবারের ধর্মীয় এ আয়োজন হতে যাচ্ছে। মাত্র ১ লাখ সৌদে আরবের নাগরিক হজ্জ করার অনুমতি পাবেন। তবে হজ্বীদের মধ্যে ১ মিটর সামাজিক দূরত্ব বজায় রাখতে হব। অন্যদিকে কাবা শরীফ স্পর্শ করাও যাবে না এবারের হজ্বে। ফলে করোনাকালে ভিন্ন এক হ্জ্ব আয়োজন দেখতে যাচ্ছে মুসলিম বিশ্ব। তাছাড়া হজ্বের সময় মিনা ও মুজদালিফা ও আরাফাতের ময়দানেও ভ্রমণ সীমিত করা হবে। ১৯ জুলই থেকে শুরু হওয়া হজ্বের এবারের আয়োজনে পুরোটা সময়জুড়ে হাজ্বী ও আয়োজকদের মাস্ক পড়া বাধ্যতামূলক করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App