×

আন্তর্জাতিক

করোনায় বিশ্বে শুধু ভারতে কেন নারীদের মৃত্যু বেশি?

Icon

nakib

প্রকাশ: ২২ জুন ২০২০, ০৮:১৩ পিএম

করোনায় বিশ্বে শুধু ভারতে কেন নারীদের মৃত্যু বেশি?

ভারতে এক নারীর নমুনা সংগ্রহ করা হচ্ছে

বিশ্বের সকল দেশের তথ্য অনুযায়ি করোনা ভাইরাসে নারীদের তুলনায় পুরুষের মৃত্যু বেশি হচ্ছে। ইতালি, চীন ও যুক্তরাষ্ট্রের তথ্যও তাই বলছে। করোনা ভাইরাসে বয়স্ক পুরুষের মৃত্যুঝুঁকি বেশি বলছে জন হপকিনস ব্লুমবার্গ হেল্থ স্কুলের বিজ্ঞানী সব্রা ক্লেইন। তবে ভারতের ক্ষেত্রে একদমই ভিন্ন কিছু চিত্র দেখা যায়।

ভারত ও যুক্তরাষ্ট্রের কিছু বিজ্ঞানীদের ২০ মে পর্যন্ত পরিচালিত নতুন এক গবেষণা দেখাচ্ছে ভারতে সকল নারীর মাত্র ৩.৩ শতাংশ নারী ভাইরাসটিতে সংক্রমিত হয়েছে। যেখানে দেশটির সকল পুরুষের প্রায় ২.৯% পুরুষ ইতোমধ্যে করোনায় মারা গেছে। অন্যদিকে ৪০-৫০ বছর বয়স্কদের মধ্যে সংক্রমতি ৩.২% নারী করোনায় মারা গেছে যেখানে ২.১%পুরুষের মৃত্যু হয়েছে। আবার ৫-১৯ বছর বয়সীদের মধ্যে শুধু নারীদের মৃত্যু হয়েছে।

এ ব্যাপারে হারবার্ড গবেষক সুব্রামানিয়ান বলেন মৃত্যুর একটি বড় অংশে দেখা যাচ্ছে পুরুষের মৃত্যু বেশি হচ্ছে। তবে যখন নারীরা আক্রান্ত হচ্ছেন তখন ভারতের বেলায় দেখা যাচ্ছে তাদের বেচেঁ থাকার হার পুরুষের তুলনায় কম । তবে এটার জন্য কতটা স্বাস্থ্য উপাদান বা সামাজিক উপাদান দায়ী তা নিশ্তিত করে বলা যাচ্ছে না। ফলে ভারতে নারীদের মোট মৃত্যু কম হলেও আক্রান্তের সংখ্যা বিবেচনায় মৃত্যুহার পুরুষের তুলনায় বেশি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App