×

আন্তর্জাতিক

আটলান্টা পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গের মৃত্যু হত্যাকাণ্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ জুন ২০২০, ০৯:৪৮ এএম

আটলান্টা পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গের মৃত্যু হত্যাকাণ্ড

রেশার্ড ব্রুকস

যুক্তরাষ্ট্রের আটলান্টায় পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ রেশার্ড ব্রæকসের মৃত্যুকে ‘হত্যাকাণ্ড’ বলে ঘোষণা দিয়েছে ফুল্টন কাউন্টি মেডিকেল এক্সামিনারস অফিস। ব্রæকসের পিঠে দুটি গুলি লাগায় অতিরিক্ত রক্তক্ষরণ ও অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হওয়ায় তার মৃত্যু ঘটে বলে প্রমাণ মিলেছে ময়নাতদন্তে। গত রবিবার ময়নাতদন্তকারী কর্মকর্তা বলেন, ব্রুকসের মৃত্যুর প্রক্রিয়া পরিষ্কার হত্যাকাণ্ড। এ বিষয়ে জর্জিয়ার তদন্ত ব্যুরো জানায়, গত শুক্রবার ওয়েন্ডির রেস্টুরেন্টের সামনে অপেক্ষা করার সময় গাড়িতে ঘুমিয়ে পড়েন ব্রুকস। গাড়িটির কারণে রেস্টুরেন্ট সংলগ্ন রাস্তাটি বন্ধ হয়ে যাওয়ায় ফোনে পুলিশকে অভিযোগ জানান এর এক কর্মী। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্রুকসের মাদক পরীক্ষা করে। এ সময় তিনি মাদক-প্রভাবিত ছিলেন বলেও প্রমাণ হয়। পরীক্ষা চলাকালীন তিনি সহযোগিতা করেন পুলিশকে। কিন্তু পরে তাকে গ্রেপ্তারের সময় তিনি দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশের গুলিতে মারা যান এই কৃষ্ণাঙ্গ যুবক। এর পরপরই ব্রুকসের হত্যার বিচারের দাবিতে রাস্তায় নেমে আসে শত শত মানুষ। শনিবার সন্ধ্যার দিকে আটলান্টার ইন্টারস্টেট-৭৫ এলাকার একটি প্রধান মহাসড়ক বন্ধ করে দেয় বিক্ষোভকারীরা। যে রেস্টুরেন্টে পুলিশের গুলিতে মারা যান ব্রুকস, সেটিতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা। ব্রুকস হত্যাকাণ্ডের জেরে পদত্যাগ করেন আটলান্টার পুলিশপ্রধান এরিকা শিল্ডস। গত রবিবারই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। এর আগে গত ২৫ মে মিনিয়াপোলিসে পুলিশি নির্যাতনে প্রাণ হারান জর্জ ফ্লয়েড নামে এক কৃষ্ণাঙ্গ। এরপর থেকে প্রায় তিন সপ্তাহ ধরে বিক্ষোভ চলছে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের দেশে দেশে। মার্কিন প্রশাসনের বর্ণবাদী দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে ফুঁসে ওঠে যুক্তরাষ্ট্রের প্রতিটি অঙ্গরাজ্য। এর মধ্যেই ব্রুকসের এই হত্যাকাণ্ডের ঘটনা বিক্ষোভের আগুন আরো বাড়িয়ে দেবে বলে ধারণা করছেন পর্যবেক্ষকরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App