×

আন্তর্জাতিক

বিশ্বের বাঘা বাঘা রাজনীতিকরা কাবু করোনায়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ জুন ২০২০, ০৫:৫১ পিএম

বিশ্বের বাঘা বাঘা রাজনীতিকরা কাবু করোনায়

হেলেন উইনস্টেইন।

বিশ্বের বাঘা বাঘা রাজনীতিকরা কাবু করোনায়

বিশ্বের তিন রাজনৈতিক ব্যক্তি।

বিশ্বের বাঘা বাঘা রাজনীতিকরা কাবু করোনায়

অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রি পিটার ডটন।

বিশ্বের বাঘা বাঘা রাজনীতিকরা কাবু করোনায়

রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিসুরতিন।

সারাবিশ্বে আধিপত্য বিস্তার লাভ করেছে করোনা ভাইরাস। এ পর্যন্ত বিশ্বের ২১৩ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এর প্রভাব। এর থেকে রেহাই পায়নি নেতৃত্ব দেয়া বড় বড় দেশের বাঘা বাঘা রাজনীতিকরাও।

করোনা থেকে রেহাই পাননি ব্রিটেনের প্রিন্স চার্লস। গত ২৫ মার্চ তাঁর করোনা পজিটিভ আসে। ১২ মার্চ তিনি দেখা করেছিলেন মা এলিজাবেথ-২ এর সঙ্গে। এরপর ১ এপ্রিল তার করোনা টেস্টের পল নেগেটিভ আসে। এছাড়াও কোভিড আক্রান্ত হন ব্রিটেনের বর্তমান প্রধানমন্ত্রী বরিস জনসন। শেষপর্যন্ত ২৭ মার্চ তারঁ করোনা টেস্টের ফল নেগেটিভ আসে। পরে ২৯ মার্চ তিনি ফের কাজ যোগ দেন। পরে ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী নাদিন ডোরিস ও স্বাস্থ্য সচিব ম্যাথু হ্যানককও করোনা আক্রান্ত হন।

[caption id="attachment_225587" align="aligncenter" width="700"] হেলেন উইনস্টেইন।[/caption]

চিনের পরপরই করোনা বিস্তার লাভ করেছিল ইরানে। খুব দ্রুতার সঙ্গে দেশটির সংসদের ২৪ জন সদস্য করোনা আক্রান্ত হন। এদের মধ্যে ২ জনের মৃত্যু হয়। উল্লেখযোগ্য ব্যক্তিত্বদের মধ্যে রয়েছেন ফাতেমি রাহবার ও মহম্মদ আলি রামেজানি।

কানাডার বর্তমান প্রধানমন্ত্রী জাস্টিন টুডোর স্ত্রী সোফি টুডো করোনা আক্রান্ত হন। ফলে প্রধানমন্ত্রী-সহ মন্ত্রিসভায় যাদের সংস্পর্শে তিনি এসেছিলেন তাঁদের আইসোলেশনে পাঠানো হয়।

করোনা আক্রান্ত হয়ে পড়েন দেশের স্বাস্থ্যমন্ত্রী ইয়াকভ লিজম্যান। ফলে করোনার বিরুদ্ধে লড়াই কিছুটা ধাক্কা খায়। ২০ এপ্রিল তিনি করোনামুক্ত হন।

করোনা আক্রান্ত দেশগুলির তালিকায় ওপরের দিকে রয়েছে ইটালি। সেখানে করোনা আক্রান্ত হন লম্বারডির সিনে মিউনিসিপ্যলিটির মেয়র জিওরডিও ভালোটি। রবার্ট স্টেলা নামে আরো এক রাজনীতিক করোনায়া আক্রান্ত হন।

[caption id="attachment_225589" align="aligncenter" width="700"] অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রি পিটার ডটন।[/caption]

ক্ষমতাধর মার্কিন যুক্তরাষ্ট্রের একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব করোনায় আক্রান্ত হন। নিউ ইয়ার্ক স্টেট অ্যাসেম্বলির ২ সদস্য চার্লস ব্যারন ও হেলেন উইনস্টেইন করোনায় আক্রান্ত হন। রিপাবলিকান সেনেটের র্যান্ড পল করোনায় কাবু হন। রিপাবলিকান কংগ্রেস সদস্য মারিও দিয়াজ বালাট করোনা আক্রান্ত হন।

অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রি পিটার ডটন করোনা আক্রান্ত হয়ে পড়েন। মার্চের শেষদিকে তিনি করোনা মুক্ত হন। এছাড়া করোনায় আক্রান্ত হন রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিসুরতিন।

[caption id="attachment_225590" align="aligncenter" width="700"] রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিসুরতিন।[/caption]

পাকিস্তানে ক্রমশ খারাপ হচ্ছে করোনা পরিস্থিতি। দেশটির প্রাক্তন প্রধানমন্ত্রী শাহিদ খাক্কান আব্বাসি, শাহবাজ শরিফ করোনায় আক্রান্ত হয়েছেন। এদিকে করোনার থাবা থেকে রেহাই পায়নি ভারতের রাজনৈতিকরাও। করোনা আক্রান্ত হয়ে দিল্লির ম্যাক্ হাসপাতালে ভর্তি বিজেপির নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। এছাড়াও তৃণমূল নেতা সুজিত বসুও করোনা আক্রান্ত হয়েছিলেন।

বিশ্বে এখনও পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭৭ লাক্ষ ৬৫ হাজার ১৩৫ জন। এরমধ্যে মারা গেছেন চার লাক্ষ ২৮ হাজার ৭৪৪ জন এবং সুস্থ হয়েছেন ৩৯ লাক্ষ ৮২ হাজার ৮৯১ জন। আক্রান্ত দেশগুলোর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা মার্কিন যুক্তরাষ্ট্রের। এর পরেই রয়েছে ব্রাজিল, রাশিয়া, ভারত, ব্রিটেন, স্পেন, ইটালির মতো দেশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App