×

আন্তর্জাতিক

ফিলাডেলফিয়ায় লুটতরাজের ভিকটিম বাংলাদেশিরাও

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ জুন ২০২০, ১১:৪৩ পিএম

ফিলাডেলফিয়ায় লুটতরাজের ভিকটিম বাংলাদেশিরাও

ফিলাডেলফিয়া সিটিতে বাংলাদেশি মালিকানাধীন ‘মমি জুয়েলার্স’ নামে দুটি দোকানই এভাবে লুট হয়েছে। ছবি-এনআরবি নিউজ।

ফিলাডেলফিয়ায় লুটতরাজের ভিকটিম বাংলাদেশিরাও

ফিলাডেলফিয়া সিটিতে বাংলাদেশি মালিকানাধীন ‘মাসুদ ইলেক্ট্র্রনিক এ্যান্ড ভেরাইটি স্টোরটি এভাবেই লুট হয়েছে। ছবি-এনআরবি নিউজ।

মিনিয়াপলিস সিটির গান্ধী মহল রেস্টুরেন্ট জ্বালিয়ে দেয়ার ঘটনা সবাই জেনেছেন গণমাধ্যমে ঐ রেস্টুরেন্টের বাংলাদেশি মালিক রাহেল ইসলামের হৃদয়স্পর্শী বক্তব্য থেকে। তিনি রেস্টুরেন্ট পুড়ে ছাই হলেও আক্ষেপ কিংবা দুঃখ প্রকাশ না করে আন্দোলনের সাফল্য কামনা করেছেন। একই পরিস্থিতির অবতারণা হয়েছে ফিলাডেলফিয়া সিটিতেও। রোববার এবং সোমবার দিন ও রাতে এই সিটির কয়েকশ ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরের পর সব মালামাল লুট করা হয়েছে। এরমধ্যে এক বাংলাদেশির দুটি স্বর্ণের দোকানসহ মোট ৩৫ দোকান লুটে নিয়েছে দুর্বৃত্তরা। ফিলাডেলফিয়ার ৪০৮৯, লেনক্যাস্টার এভিনিউ আর ১১৩ ওয়েস্ট সেলটন এভিনিউতে অবস্থিত ‘মমি জুয়েলার্স এ্যান্ড পারফিউম ইনক’ নামক প্রতিষ্ঠান দুটির মালিক কামরুল ইসলাম জানান, রোববার রাতে কার্ফিউ চলাকালে তালাবদ্ধ দোকান ভেঙে সবকিছু লুটে নেয়া হয়েছে। দুই দোকানে কমপক্ষে ৬ লাখ ডলারের মালামাল ছিল বলে পুলিশে অভিযোগ করেছেন। দীর্ঘ ২৪ বছরের পুরনো দোকান দুটি ছিল তার পরিবারের একমাত্র অবলম্বন। শুধু তাই নয়, নোয়াখালীর সেনবাগে টেকনিক্যাল ইনস্টিটিটিউট স্থাপন করেছেন এখানকার উপার্জিত অর্থেই। সবকিছুই হুমকির মুখে পড়লো। মঙ্গলবার সকালে কামরুল ইসলাম এ সংবাদদাতাকে জানান, সোমবার দিবাগত রাতে কার্ফিউ চলাকালে পুনরায় তার স্টোরসহ আশপাশের বহু স্টোর ভেঙে লুটতরাজ হয়েছে। গভীর রাতে এ সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাবার চেষ্টা করেছিলেন। কিন্তু শতশত গাড়ি রাস্তায় দাঁড়িয়ে থাকায় এবং লুটেরাদের আক্রান্তের শিকার হওয়ার শংকায় তিনি সেদিকে পা বাড়াননি। কামরুল ইসলাম আরো জানালেন, আমি বিস্ময়ে হতবাক যে, কার্ফিউ চলছে, অথচ পুলিশ কিংবা ন্যাশনাল গার্ডের একটি গাড়ি অথবা টহল পুলিশ দেখিনি। গাড়িতে লুটতরাজকারীরা ঘোরাফেরা করছিল। সেখানকার আপার ডারবি টাউনশিপের কাউন্সিলম্যান শেখ সিদ্দিক এ সংবাদদাতাকে জানান, কার্ফিউ চলাকালে সিটির বড় বড় কয়েকটি চেইনস্টোরসহ কয়েকশ দোকানপাট ভাঙচুর ও লুটতরাজ হয়েছে। আমরা সবগুলো পরিদর্শন করেছি। ক্ষতিপূরণ আদায়ের কৌশল উদ্ভাবনের জন্য শিগগিরই সিটি অব ফিলাডেলফিয়া এবং আপার ডারবি টাউনশিপের যৌথ সভা হবে। শেখ সিদ্দিক আরো জানান, সিটিতে কার্ফিউ অনির্দিষ্টকালের জন্যে বহাল থাকবে। থমথমে ভাব বিরাজ করছে। করোনা তাণ্ডবে বন্দী মানুষেরা আন্দোলনের আড়ালে লুটতরাজে লিপ্ত দুর্বৃত্তদের আচরণে ব্যথিত এবং ক্ষুব্ধ। [caption id="attachment_223681" align="aligncenter" width="960"] ফিলাডেলফিয়া সিটিতে বাংলাদেশি মালিকানাধীন মাসুদ ইলেক্ট্র্রনিক এ্যান্ড ভেরাইটি স্টোরটি এভাবেই লুট হয়েছে। ছবি-এনআরবি নিউজ।[/caption] এদিকে, সোমবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির মিডটাউনে মেসি এবং নাইকি স্টোর লুট করা হয়। মেডিসন এভিনিউতে বেশ কটি মূল্যবান পণ্য-সামগ্রির স্টোর লুটের ঘটনা ঘটেছে। নিউইয়র্ক সিটির ব্রঙ্কস, ব্রুকলীনেও ঘটেছে সোমবার রাতে। আগেরদিনও ম্যানহাটান ও ব্রুকলীনে বড় বড় কয়েকটি স্টোর লুট করা হয়েছে। নিউইয়র্কের বাফেলোতেও লুটতরাজ হয়েছে ব্যাপকভাবে। ওয়াশিংটন মেট্র এলাকা, লাসভেগাসে গুলিবর্ষণের মধ্য দিয়ে আতংক সৃষ্টির পর দোকানপাটে অগ্নি সংযোগ, ভাঙচুর এবং লুটতরাজের ঘটনা ঘটেছে। লুটের আতংকে অনেক সিটির ব্যবসা-প্রতিষ্ঠান বন্ধ রাখার পাশাপাশি সশস্ত্র প্রহরা বসানো হয়েছে মালিকের পক্ষ থেকে। করোনায় লকডাউনে ক্ষতিগ্রস্তরা লুটেরা আতংকে আরো বেশি লোকসানের সম্মুখীন বলে জানা গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App