×

আন্তর্জাতিক

ত্রাণ বিতরণে দলাদলি, সংঘর্ষে পুলিশকে পেটালো জনতা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২০, ০৪:২২ পিএম

ত্রাণ বিতরণে দলাদলি, সংঘর্ষে পুলিশকে পেটালো জনতা

পিটিয়ে পুলিশের মাথা ফাটিয়ে ফেলা হয়েছে।

করোনা ভাইরাসের প্রকোপে অর্থনৈতিক ও খাদ্য সঙ্কটে পড়েছে দেশের নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো। সারা দেশে বিভিন্ন ভাবে চলছে ত্রাণ বিতরণ কার্যক্রম। তবে ত্রাণ বিতরণ নিয়েও চলছে নানা আলোচনা-সমালোচনা। ত্রাণ নিয়ে দুর্নীতি, চাল চুরি, তেল চুরির ঘটনা ঘটছে। বিতরণেও চলছে স্বজনপ্রীতি ও দলাদলির অভিযোগ।

এবার লকডাউনের মাঝে ত্রাণের দাবিতে ধুন্ধুমার কাণ্ড উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায়। আক্রান্ত পুলিশ। প্রকাশ্যেই কয়েকজন পুলিশকে মারধরের অভিযোগ উঠেছে। বুধবার (২২ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে।

জানা যায়, বাদুড়িয়ার তারাগুনিয়া দাসপাড়ায় ত্রাণের দাবিতে পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এসময় পুলিশ বাঁধা দিলে জনতার সাথে পুলিশের সংঘর্ষ বাধে। ইটের আঘাতে আহত হন চার পুলিশ সদস্য। এছাড়াও অভিযোগ, বাদুড়িয়া থানার ওসি বাপ্পা মিত্রকে রাস্তায় ফেলে মারধর করে তার মাথা ফাটিয়ে দেয়া হয়।

বিক্ষোভকারীদের দাবি, লকডাউনের কারণে রোজগার নেই। খাবারও জুটছে না। সরকারি ত্রাণ বিলিতে রাজনৈতিক ভেদাভেদ করা হচ্ছে। তাই সামাজিক দূরত্ব বজায় রেখেই বিক্ষোভ করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App