×

আন্তর্জাতিক

সিঙ্গাপুরে করোনায় প্রথম ২ জনের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ মার্চ ২০২০, ০২:০৬ পিএম

সিঙ্গাপুরে করোনায় প্রথম ২ জনের মৃত্যু

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলন। ছবি: প্রতিনিধি

সিঙ্গাপুরে প্রথমবারের মতো করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার (২০ মার্চ) সিঙ্গাপুরে স্বাস্থ্য মন্ত্রণালয় সংবাদ সম্মেলনের মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছে।

মৃতদের মধ্যে একজন ৭৫ বছর বয়সী একজন নারী রয়েছেন। সিঙ্গাপুরের এই নাগরিক গত দুইদিন ধরে আইসিইউতে থাকার তার মৃত্যু হয়েছে। তিনি দীর্ঘস্থায়ী হৃদরোগ এবং উচ্চরক্তচাপের কারণে চিকিৎসাধীন ছিলেন।

আরেকজন ৬৪ বছর বয়সী পুরুষ। যিনি ইন্দোনেশিয়ার নাগরিক। ইন্দোনেশিয়া থেকে আসার পরে গুরুতর অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন। গত ১৩ মার্চ থেকে নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন। তিনি হৃদরোগেও আক্রান্ত ছিলেন।

গত শুক্রবার পর্যন্ত সিঙ্গাপুরে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৩৮৫ জন। হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন ১৩১ জন। হাসপাতালে ভর্তি রয়েছেন ২৫৪ জন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App