×

আন্তর্জাতিক

দক্ষিণ-পূর্ব এশিয়াকে কঠোর পদক্ষেপ নেয়ার পরামর্শ

Icon

nakib

প্রকাশ: ১৮ মার্চ ২০২০, ১২:৩১ পিএম

করোনা ভাইরাসের প্রকোপ ঠেকাতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোকে কঠোর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে বিশ্বস্বাস্থ্য সংস্থা। চীন থেকে পড়া ভাইরাসটি ইউরোপকে বিপর্যস্ত করে এখন এ অঞ্চলে ছড়িয়ে পরছে। মহামারিটির প্রাণকেন্দ্র ইউরোপ ইতোমধ্যে নিজেদের মধ্যে সীমান্ত বন্ধ করেছে।

এ অঞ্চলের দেশগুলোকে আরো বেশি এবং জরুরি পদক্ষেপ নিতে হবে বলে সতর্ক করেছে বিশ্বস্বাস্থ্য সংস্থা। এ অঞ্চলে মালয়েশিয়ায় মসজিদ থেকে ভাইরাসটি ছড়িয়ে পরার আশঙ্কায় মসজিদ, স্কুল- অফিস বন্ধ করে দেয়া হয়েছ। সম্ভাব্য সকল আক্রান্তকে দ্রুত পরীক্ষা করার পরামর্শ সংস্থাটির।

উল্লেখ্য, ভাইরাসটি ১৬৫ দেশে ছড়িয়ে পরেছে। এতে আক্রান্ত হয়েছে প্রায় ১ লাখ ৮৫ হাজার মানুষ এবং মৃত্যু হয়েছে প্রায় ৮ হাজার মানুষের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App