×

আন্তর্জাতিক

করোনা ভাইরাসের ভয় উপেক্ষা করে গণবিয়ে!

Icon

nakib

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২০, ০৬:১৬ পিএম

করোনা ভাইরাসের ভয় উপেক্ষা করে গণবিয়ে!

বিয়ে বন্ধনে আবদ্ধ হচ্ছে একটি কাপল

করোনা ভাইরাসের ভয় উপেক্ষা করে গণবিয়ে!

হলরুমপূর্ণ নব দম্পত্তিতে

হাজার হাজার জুটিবদ্ধ তরুণ-তরুণী যাদের কারো কারো মুখ আবার মাস্ক দিয়ে আবদ্ধ। দেশব্যাপি করোনা ভাইরাসে আতংকের মধ্যেও শুক্রবার দক্ষিণ কোরিয়ার চার্চে এমন হাজারো কাপলের উপস্থিতি ঘটে। ৬৪টি দেশ থেকে ৬ হাজার কাপল একই ধরণের পোষাক পড়ে হাজির কেপিওংয়ে। যাদের অধিকাংশই সাম্প্রতিক কয়েক সাপ্তাহে এক অপরের সাতে পরিচিত হয়েছে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য। [caption id="attachment_200874" align="aligncenter" width="768"] হলরুমপূর্ণ নব দম্পত্তিতে[/caption] দেশটিতে ইতোমধ্যে ২৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগি সনাক্ত করা হয়েছে। যা দেশটিতে ভাইরাস ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়িয়ে দিয়েছে। প্রতিবেশি চীনে ৩০ হাজারের বেশী মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে। সতর্কতা হিসেবে দেশটিতে চীনা নাগরিকদের প্রবেশ সীমিত করা হয়েছে। এর আগে সতর্কতা হিসেবে দক্ষিণ কোরিয়াতে সরকারের পক্ষ থেকে উৎসব, কনভোকেশন ও কে পপ কনসার্ট বাতিল করা হয়েছিল। উল্লেখ্য, এর আগেও চার্চটিতে প্রায় ১০ হাজার কাপলের গণবিয়ে আয়োজিত হয়েছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App