×

আন্তর্জাতিক

রোহিঙ্গা নিধন: মার্কিন কালো তালিকায় মিয়ানমারের সেনা কর্মকর্তা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০১৭, ০১:২৪ পিএম

রোহিঙ্গাদের বিরুদ্ধের জাতিগত নির্মূল অভিযানে নেতৃত্ব দেয়ার অভিযোগে মিয়ানমারের মেজর জেনারেল মাউং মাউং সোয়েকে কালোতালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। তার বিরুদ্ধে ‘মানবাধিকার লঙ্ঘন ও দুর্নীতির’ অভিযোগ এনে যুক্তরাষ্ট্র কালো তালিকাভুক্ত করা হয়েছে। খবর বিবিসির। মিয়ানমারের রাখাইনে সেনাবাহিনীর জাতিগত নিধনের অভিযানে গত ২৫ আগস্ট থেকে এ পর্যন্ত ৬ লাখ ৫০ হাজার রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকেছে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব ট্রেজারি এক বিবৃতিতে জানায়, মানবাধিকার লঙ্ঘন এবং দুর্নীতির অভিযোগ মোট ৫২ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা জারি করে। জেনারেল সোয়ে তাদের একজন। যুক্তরাষ্ট্রের ট্রেজারির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘ওই সময়ে মাউং সোয়ের অধীনে থাকা সেনাবাহিনীই মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ব্যাপক নিপীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী।’ এ নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনা শুরু হওয়ার পর গত মাসে জেনারেল সোয়েকে বদলি করা হয়। তবে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় তাকে বদলির কারণ সম্পর্কে কিছু বলেনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App