×

আন্তর্জাতিক

ফিলিপাইনে ভূমিধসে ২৬ জন নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০১৭, ১০:৫৮ এএম

ঘূর্ণিঝড় কাই তাকের আঘাতে সৃষ্ট ভূমিধসের ঘটনায় ফিলিপাইনে ২৬ জন নিহত হয়েছে। কেন্দ্রীয় ফিলিপাইনের বিলিরান দ্বীপে ভূমিধসের ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। এর মাত্র একদিন আগেই ওই দ্বীপপুঞ্জে ঘূর্ণিঝড় আঘাত হানে। খবর এএফপি। বিলিরানের প্রাদেশিক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্মকর্তা সোফরোনিও ডাসিলো জানিয়েছেন, বিলিরানের চারটি শহরে ভূমিধসের ঘটনায় ২৬ জনের মৃত্যু হয়েছে। আমরা মৃতদেহগুলো উদ্ধার করেছি। পূর্বাঞ্চলীয় প্রদেশের গভর্নর গেরারদো এসপিনা এবিএস এবং সিবিএন টেলিভিশনকে দেয়া সাক্ষাতকারে নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন। তিনিও নিহতের সংখ্যা ২৬ বলেই উল্লেখ করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App