×

আন্তর্জাতিক

ফিলিস্তিনে বিক্ষোভ অব্যাহত: নিহত ৪ আহত ২৩১

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০১৭, ১১:১৪ এএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পবিত্র নগরী জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণার পর থেকে ফিলিস্তিনের বিভিন্ন এলাকায় বিক্ষোভ অব্যাহত আছে। শনিবার নতুন করে ক্রোধ দিবস পালন শুরু করে ফিলিস্তিনিরা। এ পর্যন্ত ইসরাইলি বাহিনীর বিমান হামলা ও সংঘর্ষে চার ফিলিস্তিনি নিহত এবং ২৩১ জন আহত হয়েছেন। যদিও প্রাথমিকভাবে দুইজন নিহতের কথা বলা হয়। খবর প্যালেস্টাইন ক্রনিকল ও আনাদলু। ফিলিস্তিনি রেড ক্রিসেন্টের বরাত দিয়ে তুর্কি গণমাধ্যম আনাদলু বলেছে, পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম ও গাজায় নতুন করে বিক্ষোভে অন্তত ২৩১ জন আহত হয়েছেন। যদিও সংস্থাটি প্রাথমিকভাবে ৯২ জন আহতের কথা জানায়। রেড ক্রিসেন্টের বিবৃতিতে বলা হয়েছে, পূর্ব জেরুজালেমে ইসরাইলি পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ১২ ফিলিস্তিনি আহত হয়েছেন। এ ছাড়া রামাল্লাহ, বেথেলহেম, তুলকারিম এবং পশ্মিম তীরের নাবলুস ও গাজায় অন্তত ২১৯ জন আহত হয়েছেন। খবরে বলা হয়েছে, শুক্রবার থেকে গাজা ও পশ্মিম তীরে ইসরাইলি বাহিনীর বিমান হামলা ও সংঘর্ষে চার ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। অন্যদিকে, ইসরাইলি বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, পশ্চিম তীর ও গাজার অন্তত ২০টি পয়েন্টে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিবৃতিতে দাবি করা হয়েছে, পশ্চিম তীরে প্রায় ছয়শ ফিলিস্তিনি ইসরাইলি সেনাদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেছে। আর গাজার রাস্তায় প্রায় সাড়ে চারশ মানুষ বিক্ষোভে অংশ নিয়েছে। ইসরাইলি পুলিশ বলছে, পূর্ব জেরুজালেমে সংঘর্ষের সময় দুই পুলিশ অফিসার সামান্য আহত হয়েছেন। এ সময় অন্তত ছয় ফিলিস্তিনিকে আটক করা হয়েছে। এদিকে, পশ্চিম তীর কেন্দ্রীক শরণার্থী ক্যাম্পের ফিলিস্তিনি কমিটি শনিবার সিদ্ধান্ত নিয়েছে যে, জাতিসংঘ কিংবা মানবাধিকার সংস্থার পক্ষে কোনো আমেরিকান থাকলে তারা তার সঙ্গে দেখা করবেন না। পশ্চিম তীরের এক্সিকিউটিভ কমিটির প্রধান মাহমুদ মোবারক বলেছেন, ‘আমরা জাতিসংঘের কর্মকর্তাদের জানিয়েছি, পশ্চিম তীর ও জেরুজালেমের শরণার্থী ক্যাম্পে মার্কিন কর্মকর্তাদের স্বাগত জানানো হবে না। উল্লেখ্য, ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে দ্বন্দ্বের অন্যতম কারণ হলো জেরুজালেম। ফিলিস্তিনিরা বলে আসছে, তাদের ভবিষ্যত ফিলিস্তিন রাষ্টের রাজধানী হবে জেরুজালেম। আর ইসরাইল ১৯৬৭ সালে পূর্ব জেরুজালেম দখল করে বলে আসছে, জেরুজালেম হবে তাদের রাজধানী। প্রসঙ্গত, গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জেরুজামেলকে ইসরাইলের রাজধানী ঘোষণা করেন এবং তেলআবিব থেকে মার্কিন দূতাবাস জেরুজালেমে সরিয়ে নেওয়ার ঘোষণা দেন। এ ঘোষণায় ফিলিস্তিনসহ গোটা মুসলিম বিশ্বে প্রতিবাদের ঝড় উঠে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App