×

আন্তর্জাতিক

পাকিস্তানে হোস্টেলে হামলা, ৯ শিক্ষার্থী নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০১৭, ০২:৩৬ পিএম

তালেবানের হামলায় পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারের কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট সংলগ্ন একটি হোস্টেলে অন্তত ৯ শিক্ষার্থী নিহত এবং ৩৭ জন আহত হয়েছে। পাকিস্তানের গণমাধ্যম ডনের এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সকালে বোরকরা পরে কয়েকজন সন্ত্রাসী এই হামলা চালায়। হোস্টেলের ভেতর থেকে গুলি, বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। হামলার পরপরই সেনাবাহিনী ক্লিয়ারেন্স অপারেশন শুরু করে। এই কারণে নিহতের সংখ্যার আরো বাড়তে পারে। পেশোয়ারের হায়াতাবাদ হাসপাতাল ও খায়বার টিচিং হাসাপাতালে আহত ছাত্রদের ভর্তি করা হয়েছে। পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, সেনা অভিযানে তিন সন্ত্রাসী নিহত হয়েছে এবং দুজন সেনা সদস্য হামলায় আহত হয়েছেন। আহত সেনাদের সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা বাহিনী পাল্টা হামলা চার হামলাকারী নিহত হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App