×

আন্তর্জাতিক

ভোটের আগে ফণী দুর্গতদের পাশে দাঁড়ানোর প্রতিযোগিতা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ মে ২০১৯, ১১:৪৬ এএম

ভোটের আগে ফণী দুর্গতদের পাশে দাঁড়ানোর প্রতিযোগিতা
ভারতের বিশ বছরের ইতিহাসে ভয়ঙ্করতম ঘূর্ণিঝড় ফণীর তা লীলা পুরোপুরি থেমে যাওয়ার আগেই ফের ভোটের প্রচারে নেমে পড়লেন ভারতের সপ্তদশ লোকসভা নির্বাচনে বিজয় পেতে মরিয়া রাজনৈতিক নেতারা। গত শুক্রবার ৪৮ ঘণ্টার জন্য প্রচারণা স্থগিত রাখার ঘোষণা দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু গতকাল শনিবার ফণী পশ্চিমবঙ্গের সীমান্ত পেরিয়ে যাওয়ার পরপরই খড়গপুরে হাজির হয়ে যান এ রাজ্যের মুখ্যমন্ত্রী। ফণীর আঘাতে দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রমের সমন্বয় করেন, অংশ নেন দুটি রোডশোতেও। অন্যদিকে পিছিয়ে থাকতে চান না নরেন্দ্র মোদিও। এক টুইটে তিনি জানান, ঘূর্ণিঝড়ে দুর্গতদের সাহস জোগাতে এবং ক্ষয়ক্ষতির হিসাব কষতে আগামীকাল সোমবার সকালেই ওড়িশায় হাজির হচ্ছেন তিনি। এর আগে তিনি ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পটনায়েকের সঙ্গেও কথা বলেন এবং ঘূর্ণিঝড়ে বিপর্যয়ের খবরাখবর নেন। ফণী আঘাত হানার পরপরই অপর এক টুইটে তিনি বলেন, যারা ক্ষতিগ্রস্ত, তাদের পাশে রয়েছে গোটা দেশ। অন্যদিকে, ফণীর তেজ কিছুটা কমে আসার সঙ্গে সঙ্গে নির্বাচনী প্রচারণায় পুরোদমে নেমে পড়েছেন পশ্চিমবঙ্গের রাজনৈতিক নেতাকর্মীরা। দুর্গতদের পাশে কে আগে দাঁড়াতে পারে, বিপদে সাহস দিয়ে কে জয় করতে পারে তাদের মন, এ ভাবনাটাই সবার আগে কাজ করছে তাদের মনে। ক্রুদ্ধ ফণী এ রাজ্যের ওপর বয়ে যাওয়ার সময় যে পথে ছোবল দিয়ে গেছে প্রথমেই সেই খড়গপুরে হাজির হয়ে যান মমতা। ক্ষয়ক্ষতি তদারকির পর তিনি সেখানকার ত্রাণ কার্যক্রমের সমন্বয় করেন। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল এবং চন্দ্রকোনায় দুটি রোডশোতেও তিনি অংশ নেন এ সময়। অন্যদিকে বিজেপি পশ্চিমবঙ্গ শাখার সাধারণ সম্পাদক সায়ন্তন বসু তাদের প্রচারণার বিষয়ে বলেন, কলকাতায় এবং বাংলায় বড় ধরনের বিপর্যয় ঘটাতে পারেনি ফণী। স্বাভাবিক গতিতেই ঝড় কেটে যাওয়ার পর প্রচারণা কার্যক্রম শুরু হচ্ছে আমাদের। ভারতের মার্কসবাদী কম্যুনিস্ট পার্টির সাংসদ সুজন চক্রবর্তী জানান, যখন ভয়ঙ্কর ঘূর্ণিঝড় চেপে আসছিল মাথার ওপর, তখনো মানুষের দুয়ারে দুয়ারে প্রচারণা কার্যক্রম চালিয়েছে আমাদের কর্মীরা। গত শুক্রবার ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ হুমকির মধ্যে থাকা তমলুক ও পূর্ব মেদিনীপুরে প্রচারণা চালায় বামদলীয় প্রার্থীরা। উল্লেখ্য, কাল সোমবার দেশটিতে পঞ্চম পর্বের ভোটাভুটি শুরু হওয়ার আগে গতকালই ছিল নির্বাচনী প্রচারণার শেষ দিন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App