×

আন্তর্জাতিক

পৃথক হামলায় মালিতে শান্তিরক্ষী বাহিনীর চার সদস্য নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০১৭, ০২:৫৩ পিএম

পৃথক দুটি হামলায় দক্ষিন আফ্রিকার দেশ মালিতে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর চারজন সদস্য নিহত হয়েছেন। এক বিবৃতিতে জাতিসংঘের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে। তাতে বলা হয়েছে, শুক্রবার (২৪ নভেম্বর) সকালে নাইজার সীমান্তের কাছে মেনাকা এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনার সময় সন্ত্রাসীদের হামলায় তিন শান্তিরক্ষী ও মালির এক সেনা নিহত হন। এ সময় ১৫ শান্তিরক্ষী ও একজন বেসামরিক ব্যক্তি আহত হন। দেশটির মোপতি এলাকায় আরেক হামলায় এক শান্তিরক্ষী ও তিন বেসামরিক ব্যক্তি আহত হন। তবে নিহত সেনারা কোন দেশের তা জানানো হয়নি। মালিতে শান্তিরক্ষা মিশন কার্যক্রম শুরুর পর থেকে এ পর্যন্ত দেশটিতে তাদের ১৪৬ জন শান্তিরক্ষী নিহত হয়েছেন। জাতিসংঘের সাম্প্রতিক সময়ে যেকোনো দেশে পরিচালিত মিশনের তুলনায় এই মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App