×

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমা হামলা, নিহত ১০

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০১৭, ১১:৪৯ এএম

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বোর্নো রাজ্যে মাইদুগুরি শহরে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকজন। বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যার দিকে মাইদুগুরি শহরের মুনা এলাকায় এ হামলা চালানো হয়। খবর- বিবিসির। খবরে বলা হয়, বুধবার চার আত্মঘাতী হামলাকারীর মধ্যে একজন নারী ছিলেন। তবে এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি। এর আগে এই শহরে জঙ্গি গোষ্ঠী বোকো হারাম অনেকবার হামলা চালিয়েছে। এ ধরনের হামলায় বার বার নারীদের ব্যবহার করছে তারা। বেল্লো ডামবাত্তা নামে নাইজেরিয়ার এক সরকারি কর্মকর্তা বলেন, সন্ধ্যা ৫টার দিকে নামাজের সময় প্রথম হামলাটি চালানো হয়। এতে সাতজন মারা যায়। এরপর একটি বাড়িতে হামলা চালায় আরেকজন হামলাকারী। আর বাকি দুইজন লক্ষ্যে পৌঁছানোর আগেই বিস্ফোরণ ঘটায়। ২০০৯ সাল থেকে এ অঞ্চলে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য লড়াই করছে বোকো হারাম। সম্প্রতি সন্ত্রাসবিরোধী মার্কিন গবেষকদের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, আত্মঘাতী হামলাগুলোতে এর আগে কখনোই পুরুষের চেয়ে নারীদের বেশি ব্যবহার করা হয়নি। গত কয়েক বছরে এসব সহিংসতায় হাজার হাজার মানুষ নিহত হয়েছে আর কয়েক লাখ মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App