×

আন্তর্জাতিক

জেট এয়ারওয়েজের ১৪টি ফ্লাইট বাতিল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০১৮, ১১:০৫ এএম

জেট এয়ারওয়েজের ১৪টি ফ্লাইট বাতিল
প্রায় চার মাস ধরে বেতন পাচ্ছেন না জেট এয়ারওয়েজের পাইলট-কর্মকর্তাদের। বেতন-ভাতা না পাওয়া পাইলটরা এখন জানাতে শুরু করেছেন তারা অসুস্থ, ফ্লাইট অপারেট করতে পারবেন না। রবিবার (২ ডিসেম্বর) বিভিন্ন দেশে যাওয়ার জন্য নির্ধারিত ফ্লাইটগুলো বাতিল হয়। এতোদিন জোড়াতালি দিয়ে চললেও এবার সেই অসুস্থতার জেরে আকাশযাত্রায় ভারতের সবচেয়ে বড় পূর্ণ সেবাদানকারী প্রতিষ্ঠান জেট এয়ারওয়েজের ১৪টি ফ্লাইট বাতিল হয়ে গেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, তীব্র নগদ অর্থ সংকটের কারণে গত আগস্ট থেকে বড় এ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা, পাইলট ও ইঞ্জিনিয়ারদের বেতন দেওয়া হচ্ছে না। এ কারণে দিন দিন জেট এয়ারওয়েজের সার্ভিসেরও ক্ষতি হচ্ছে। জেট এয়ারওয়েজের পাইলটদের নিজস্ব প্রতিষ্ঠান এনএজি। এটি জেট এয়ারওয়েজের এক হাজার পাইলটের প্রতিনিধিত্ব করে।তবে জেট এয়ারওয়েজ বলছে, ফ্লাইটগুলো বাতিল হওয়ায় একটি অপ্রত্যাশিত কর্মক্ষম পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে সেটা পাইলটদের প্রতিবাদের কারণ নয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App