×

আন্তর্জাতিক

ঘূর্ণিঝড় হারিকেন ফ্লোরেন্সের আঘাতে যুক্তরাষ্ট্রে ১১ জনের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০১৮, ১২:৩৭ পিএম

ঘূর্ণিঝড় হারিকেন ফ্লোরেন্সের আঘাতে যুক্তরাষ্ট্রে ১১ জনের মৃত্যু
ক্রমান্বয়ে দুর্বল হয়ে পড়েছে হারিকেন ফ্লোরেন্স। এটি এখন ঘণ্টায় ৭২ কিলোমিটার গতিতে বয়ে যাচ্ছে।এরই মধ্যে ঘূর্ণিঝড়ে ১১ জনের মৃত্যু হয়েছে বলে জানায় বিবিসি। দক্ষিণ ক্যারোলিনায় এ পর্যন্ত এক জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে বেশি প্রাণহানি ঘটেছে উত্তর ক্যারোলিনায়। সেখানে বিপর্যয় ও জরুরি অবস্থা ঘোষণা করার পরও হতাহতের জন্য ট্রাম্প প্রশাসনকে দায়ী করছে গণমাধ্যমগুলো। ঘর্ণিঝড়ের পর উত্তর ক্যারোলিনায় এখনও আকস্মিক বন্যা ও ভূমিধসের সম্ভাবনা রয়েছে। সেখানে চার হাজার বাড়িঘর পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। অন্তত ২২ হাজার মানুষ ১৫০ টি কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। দশ হাজার কর্মী সেখানে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। হারিকেনের আঘাতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে আমেরিকার, উত্তর ও দক্ষিণ ক্যারোলিনা অঙ্গরাজ্য। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী সপ্তাহে উত্তর ক্যারোলিনা পরিদর্শন করতে পারেন। উত্তর ক্যারোলিনার গভর্নর রয় কুপার বলেন, ঘুর্ণিঝড় সামলিয়ে ঘুরে দাঁড়ানোর পরীক্ষা চলছে আমাদের। ধৈর্য ধারণ ও একসাথে কাজ করতে হবে। এই দানব খুব সহজে আমাদের ছেড়ে দেবে না। শুক্রবার(১৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ৭টা ১৫ মিনিট নাগাদ উত্তর ক্যারোলিনার ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিতে আঘাত হানে প্রলয়ংকারী হারিকেন ফ্লোরেন্স।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App