×

আন্তর্জাতিক

মমতাকে উৎখাতের ডাক বিজেপি‘র

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ আগস্ট ২০১৮, ০৫:১৬ পিএম

মমতাকে উৎখাতের ডাক বিজেপি‘র
ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধান অমিত শাহ পশ্চিমবঙ্গ রাজ্য থেকে মমতাকে উৎখাতের ডাক দিয়েছেন। শনিবার কলকাতায় এক সমাবেশে অংশ নিয়ে তিনি বলেন, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে এই রাজ্য থেকে উৎখাত করতে এসেছি।’অমিত শাহর এই মন্তব্যের সময় হাজার হাজার বিজেপি দলীয় নেতাকর্মী উল্লাস প্রকাশ করেন। অাসামের জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) থেকে ৪০ লাখ মানুষের নাম বাদ পড়ে যাওয়া নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিনিয়ত বিজেপিকে আক্রমণ করে আসছেন। তার এই আক্রমণের জবাবে অমিত শাহ বলেন, বাংলাদেশি অভিবাসীরাই মমতার ভোটব্যাংক। বিজেপির এই সভাপতি বলেন, আমাদের কাছে ভোট ব্যাংকের আগে দেশ। আপনি যত পারেন আমাদের বিরোধীতা করেন। কিন্তু আমরা এনআরসি প্রক্রিয়া স্থগিত করবো না। আগামী লোকসভা নির্বাচনে বিজেপির ৪২ প্রার্থীকে পশ্চিমবঙ্গ থেকে সংসদে পাঠানোর জন্য দলের অবস্থান জানান দিতেই কলকাতা সফর করছেন অমিত শাহ। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে এই রাজ থেকে লোকসভার নির্বাচনে মাত্র দু’জন প্রার্থী জয়ী হয়েছিলেন। তবে এই সংখ্যা ২০১৯ সালের নির্বাচনে বাড়বে বলে আশা বিজেপির। লোকসভার আগামী নির্বাচনে ৫০ শতাংশ প্রার্থী এই রাজ্য থেকে নির্বাচিত হবে বলে লক্ষ্য নির্ধারণ করেছে দলটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App