×

আন্তর্জাতিক

গুয়েতেমালায় নিহতের সংখ্যা বেড়ে ৭৫

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ জুন ২০১৮, ১১:৪৭ এএম

গুয়েতেমালায় নিহতের সংখ্যা বেড়ে ৭৫
গুয়েতেমালার ফুয়েগো আগ্নেয়গিরি আবারও ভয়ঙ্কর হয়ে উঠেছে। মঙ্গলবার থেকে নতুন মুখ দিয়ে লাভা বের হতে শুরু করেছে। রয়টার্সের খবরে বলা হয়েছে এখন পর্যন্ত অগ্ন্যুৎপাতে নিহতের সংখ্যা বেড়ে ৭৫ জনে পৌঁছেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে দেশটির প্রাকৃতিক দুর্যোগ সংস্থা (সিওনআরইডি)। বিধ্বস্ত এলাকায় উদ্ধারকাজ পরিচালনা করছেন প্রাকৃতিক দুর্যোগ সংস্থার কর্মীরা। ন্যাশনাল ইন্সটিটিউট অব ফরেন্সিক সায়েন্সের কর্মকর্তা ফ্যানুয়েল গার্সিয়া জানিয়েছেন, নিহতদের মধ্যে মাত্র ১৭ জনকে চিহ্নিত করা হয়েছে। বাকি দেহগুলি শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। লাভার স্রোতের কারণে এল রোডেও, আলোটেনানগো এবং সান মিগুয়েল লস লোটেস এলাকা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই গ্রামের শত শত ঘরবাড়ি পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। পুড়ে গেছেন অনেক মানুষ। দেশটির প্রাকৃতিক দুর্যোগ সংস্থা জানিয়েছে, ফুয়েগোর অগ্ন্যুৎপাতের কারণে প্রায় ১৭ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আর আগ্নেয়গিরি থেকে ১৩০০ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রার ভয়ঙ্কর লাভা বের হচ্ছে বলেও জানিয়েছে সংস্থাটি। প্রেসিডেন্ট জিমি মোরালেস হতাহতদের উদ্ধার ও পরিস্থিতি সামাল দিতে রাষ্ট্রীয় সংস্থাকে জরুরি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App