×

আন্তর্জাতিক

গুয়েতেমালায় ভয়াবহ অগ্ন্যুৎপাতে নিহতের সংখ্যা বেড়ে ৬২

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ জুন ২০১৮, ১০:৪৭ এএম

গুয়েতেমালায় ভয়াবহ অগ্ন্যুৎপাতে নিহতের সংখ্যা বেড়ে ৬২
দক্ষিণ আমেরিকার দেশ গুয়েতেমালায় ভয়াবহ অগ্ন্যুৎপাতে নিহতের সংখ্যা বেড়ে ৬২ জনে দাঁড়িয়েছে। ধারণা করা হচ্ছে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। উদ্ধার অভিযান এখনও চলছে বলে জানিয়েছে দ্য ইনডিপেনডেন্ট। সরকারি সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, আগ্নেয়গিরি থেকে গল গল করে বেরিয়ে আসছে জ্বলন্ত লাভা স্রোত। বেরিয়ে আসছে ছাই ও শীলা। এসবের প্রভাবে গ্রামগুলো ধ্বংস হচ্ছে। হাজরেরও বেশি মানুষকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে। নিখোঁজ মানুষদের খোঁজে সন্ধান চালাচ্ছেন সৈনিকরা। প্রায় এক শতাব্দীকালের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর এ অগ্ন্যুৎপাতে আহত হয়েছে কয়েকশ' লোক। রাজধানী গুয়েতেমালা সিটি থেকে প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমের ওই আগ্নেয়গিরিটি থেকে বিপুল পরিমাণ কালো ধোঁয়া ও ছাই উদগিরণ হচ্ছে। এই পরিস্থিতিকে রাষ্ট্রীয় দুর্যোগ হিসেবে ঘোষণা করেছে দেশটির সরকার। এ ছাড়াও তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App