×

আন্তর্জাতিক

রাশিয়ান পাসপোর্টের নতুন নিয়ম অনুমোদিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৩, ০১:২০ পিএম

রাশিয়ান পাসপোর্টের নতুন নিয়ম অনুমোদিত

ছবি: সংগৃহীত

দেশের নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নীতি ঘোষণা করেছে রাশিয়া। এ জন্য পাসপোর্ট আইনে একটি নতুন প্রবিধান সংযুক্ত করা হয়েছে। এতে নাগরিকদের নতুন পাসপোর্ট নেয়ার ক্ষেত্রে একটি আলাদা নতুন ফর্ম পূরণ করতে হবে।

শুক্রবার (৩০ ডিসেম্বর) প্রধানমন্ত্রী মিথাইল মিশুস্টিন সাক্ষরিত এক ডিক্রিতে এটি কার্জকর করা হয়। নাগরিকত্ব হালনাগাদ ও অনুমোদনের ক্ষেত্রে প্রবিধানটি সহায়ক হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খবর তাসের।

পাসপোর্টের জন্য প্রচলিত আগের সাধারণ নিয়মের পাশাপাশি নতুন নিয়মে পরিপূরক হিসেবে বায়োমেট্রিক ডেটা সংগ্রহের বিধান চালু করা হবে। এতে একটি ইলেট্রনিক ডিভাইসের মাধ্যমে আবেদনকারীর কাছথেকে তার ব্যক্তিগত তথ্য ও অন্যান্য প্রযোজনীয় সবকিছু সংগ্রহ ও জমা রাখা হবে।

ব্যক্তিগত বিবরণের আগের নিয়মে নাম, পদবি, অবিভাবক, লিঙ্গ, বয়স এবং জন্মস্থানের তথ্য সংগ্রহের পর তা ডেটা সার্ভারে সংরক্ষণ করা হবে। ফর্মের প্রকাশিত নমুনা অনুসারে পাসপোর্টের ধরণ একই থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App