×

আন্তর্জাতিক

আরো ৩ স্যাটেলাইট উৎক্ষেপণ করবে উত্তর কোরিয়া

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৩, ০১:০০ পিএম

আরো ৩ স্যাটেলাইট উৎক্ষেপণ করবে উত্তর কোরিয়া

ছবি: সংগৃহীত

উত্তর কোরিয়া আগামী বছর আরও ৩টি স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা করছে। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন কোরিয়ার ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির বৈঠকে এই পরিকল্পনার ঘোষণা দেন।

কিম বৈঠকে মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান এবং দক্ষিণ কোরিয়ার ত্রিপক্ষীয় সহযোগিতাকে সমালোচনা করে বলেন, ‘এটি কোরীয় উপদ্বীপকে একটি বিপজ্জনক পরিস্থিতির কাছাকাছি নিয়ে যাচ্ছে।’ খবর তাসের।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন কোরিয়ার ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির বৈঠকে এই পরিকল্পনা ঘোষণা করেছেন। কোরিয়ার ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির বৈঠকে কিম এ কথা বলেন।

২১ নভেম্বর, উত্তর কোরিয়া তার প্রথম কৃত্তিম উপগ্রহ মালিগিয়ং-১ উৎক্ষেপণ করে। কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির বরাতে জানানো হয়েছে, মালিগিয়ং-১ কয়েকদিনের মধ্যেই সম্পূর্ণরূপে চালু হবে। ইতিমধ্যেই উপগ্রহটি পরীক্ষামূলকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস, পেন্টাগন এবং দক্ষিণ কোরিয়া ও জাপানের বেশ কিছু সামরিক স্থাপনার ছবি প্রেরণ করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App