×

আন্তর্জাতিক

১৭ বছর আগে এই দিনে প্রেসিডেন্ট সাদ্দামকে ফাঁসিতে ঝোলানো হয়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৩, ০৬:৫৬ পিএম

১৭ বছর আগে এই দিনে প্রেসিডেন্ট সাদ্দামকে ফাঁসিতে ঝোলানো হয়

ছবি: সংগৃহীত

আজ ৩০ ডিসেম্বর ঠিক ১৭ বছর আগে এই একই দিনে অর্থাৎ ২০০৬ সালের ৩০ ডিসেম্বর ইরাকের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর হয়েছিলো। ২০০৩ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনীর অভিযানে তিনি ক্ষমতাচ্যুত হন। গণবিধ্বংসী অস্ত্র আছে ও সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার সঙ্গে সখ্যতা এই দুই অভিযোগে তাকে ক্ষমতাচ্যুত করে মার্কিন বাহিনী। তবে এসব দাবি কখনোই প্রমাণ করতে পারেনি মার্কিন সরকার।

সাদ্দামের পতনের পর তাকে ১৯৮২ সালে ইরাকের দুজাইল গ্রামে শিয়া সম্প্রদায়ের ১৪৮ জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত করা হয়। এ ঘটনায় আদালতের রায়ে ২০০৬ সালের ৩০ ডিসেম্বর ফাঁসিতে ঝুলিয়ে তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

সে সময় সাদ্দামের মৃত্যু পরোয়ানা স্বাক্ষর করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী আল-মালিকি। তিনি ২০০৬ সালের মে থেকে ২০১৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত ইরাকের প্রধানমন্ত্রী ছিলেন। তবে দেশটির তৎকালীন প্রেসিডেন্ট জালাল তালাবানি নীতিগতভাবে সাদ্দামের মৃত্যুদণ্ডের বিরোধিতা করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App