×

আন্তর্জাতিক

গাজা যুদ্ধে যেতে আপত্তি করায় ইসরায়েলি তরুণের কারাদণ্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৩, ১০:৩২ এএম

গাজা যুদ্ধে যেতে আপত্তি করায় ইসরায়েলি তরুণের কারাদণ্ড

ছবি: সংগৃহীত

ইসরায়েল-ফিলিস্তিন চলমান যুদ্ধে যোগ দিতে ডাক পড়েছিল এক ইসরায়েলি তরুণের। কিন্তু তাল মিৎনিক (১৮) নামের ওই তরুণ গাজার বিপক্ষে যুদ্ধে যেতে আপত্তি জানিয়েছেন। এ ঘটনায় তাকে অভিযুক্ত করে ৩০ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে।

রাজনৈতিক কারণে সেনাবাহিনীতে যোগ দিতে আপত্তি জানিয়েছিলেন তাল মিৎনিক, আর এ কারণেই তাকে সাজা ভোগ করতে হচ্ছে। গত ৭ অক্টোবর গাজায় ইসরায়েলের হামলা পর থেকে মিৎনিকই এ কারণে গ্রেপ্তার হওয়া প্রথম ব্যক্তি। খবর টাইমস অফ ইসরায়েলের।

এর আগে সেনাবাহিনীতে যোগ না দেয়ার কারণ সম্পর্কে তিনি একটি ভিডিও বার্তায় তার অবস্থান স্পষ্ট করেছেন। সামরিক বাহিনীতে বাধ্যতামূলক যোগ দেওয়ার বিরুদ্ধে অবস্থান নিয়ে কাজ করে মেসারভট নামে ইসরায়েলের একটি সংগঠন। সংগঠনটির এক্স অ্যাকাউন্টে মিৎনিকের ভিডিও বার্তাটি পোস্ট করা হয়েছিল।

ভিডিওতে মিৎনিককে বলেন, ‘নশৃংসতা দিয়ে নৃশংসতার জবাব দেওয়া যায় না বলে আমি বিশ্বাস করি। হামাস ইসরায়েলে যে নৃশংসতা চালিয়েছে, গাজায় হামলা কখনই তার সমাধান হতে পারে না। সহিংসতা দিয়ে সহিংসতার সমাধান হয় না, এ কারণেই আমি যুদ্ধে যেতে আপত্তি জানাচ্ছি।’

উল্লেখ্য, ইসরায়েলে সেনাবাহিনীতে কয়েক বছর সেবা দেয়া দেশের প্রতিটি নাগরিকের জন্য বাধ্যতামূলক। কেউ যোগ দিতে না চাইলে তাকে কারাদণ্ড দেওয়ার বিধান আছে। তবে কারো স্বাস্থ্যগত বা মানসিক সমস্যা থাকলে যোগদান বাধ্যতামূলক নয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App