×

আন্তর্জাতিক

পোল্যান্ডের আকাশসীমায় রুশ ক্ষেপণাস্ত্রের অনুপ্রবেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৩, ০৯:৫৩ এএম

পোল্যান্ডের আকাশসীমায় রুশ ক্ষেপণাস্ত্রের অনুপ্রবেশ

ছবি:সংগৃহীত

ইউক্রেনে সামরিক হামলা আরো জোরদার করেছে রাশিয়া। শুক্রবার (২৯ ডিসেম্বর) দেশটি ইউক্রেনের বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনায় মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে। রাশিয়ার এমন হামলার মধ্যেই গুরুতর অভিযোগ করেছে রাশিয়ার অন্যতম মিত্র পোল্যান্ড। দেশটি নিজেদের আকাশে রুশ ক্ষেপণাস্ত্রের অনু্প্রবেশের অভিযোগ তুলেছে। শুক্রবার এমন অভিযোগ করে পোল্যান্ড।

পোল্যান্ড আর্সড ফোর্সের জেনারেল মাকিজ ক্লিজ বলেন, রুশ ক্ষেপণাস্ত্র পোল্যান্ডের আকাশসীমায় প্রবেশের পর সেটি ইউক্রেনে আঘাত হানে। খবর বিবিসির।

এর আগে ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, শুক্রবারে রাশিয়া অন্তত ১৫৮টি মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনে । এটিকে ইউক্রেনে চালানো রাশিয়ার সবচেয়ে বড় হামলা বলেছে কিয়েভ।

এর আগে সোমবার ইউক্রেনের পূর্বাঞ্চল মেরিস্কা দখলের দাবি করে রাশিয়া, কিন্তু কিয়েভ রাশিয়ার এ দাবি তাৎক্ষণিকভাবে অস্বীকার করেছে।

তারও আগে, ২০২২ সালে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের শুরুতে পোল্যান্ডে একটি রুশ ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ার গুঞ্জন ওঠে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App