×

আন্তর্জাতিক

পাইলটের ভুলে নেপালে বিধ্বস্ত হয় সেই বিমান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৩, ০৯:৪৩ এএম

পাইলটের ভুলে নেপালে বিধ্বস্ত হয় সেই বিমান

ছবি: সংগৃহীত

এ বছরের ১৫ জানুয়ারি নেপালে গত ৩০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছিল।

রাজধানী কাঠমান্ডু থেকে পর্যটন শহর পোখারায় যাওয়ার পথে ইয়েতি এয়ারলাইন্সের ফ্লাইট বিধ্বস্ত হলে ৭২ আরোহী নিহত হন। খবর বিবিসি ও দ্য নিউইয়র্ক টাইমসের।

সেই ঘটনার সরকারি তদন্ত শেষে তদন্ত কমিটি তাদের প্রতিবেদনে জানায়,  প্রায় এক বছর আগের এ দুর্ঘটনায় পাইলটরা সম্ভবত ভুল করে উড়োজাহাজে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিয়েছিলেন।

ব্যক্তিগত মালিকানাধীন ওই উড়োজাহাজ বিমানবন্দর থেকে মাত্র ১ দশমিক ৫ কিলোমিটার দূরে বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে শুরু হয় উদ্ধারকাজ। তাতে অংশ নিয়েছিল শতশত নেপালি সেনা।

পাইলটরা বিদ্যুৎ নিয়ন্ত্রণে ফ্ল্যাপ লিভার ব্যবহার না করায় ইঞ্জিন ঝিমিয়ে পড়ে এবং থ্রাস্ট তৈরি করতে পারেনি। বিমান প্রকৌশলী ও তদন্ত কমিটির সদস্য দীপক প্রসাদ বাস্তোলা বলেন, বিদ্যমান গতির কারণে মাটিতে আছড়ে পড়ার আগে ৪৯ সেকেন্ড পর্যন্ত উড়েছিল উড়োজাহাজটি।

প্রতিবেদনে এও বলা হয়েছে যে, পাইলটদের প্রযুক্তি জ্ঞান এবং দক্ষতাভিত্তিক প্রশিক্ষণের অভাব ছিল। মান পরিচালনা পদ্ধতিও তারা অনুসরণ করতে না পারাটাও দুর্ঘটনার কারণ হয়েছে।

উড়োজাহাজটিতে কোনও সমস্যা ছিল না। ককপিটের ক্রুরাও নেপালের বিমান চলাচল কর্তৃপক্ষের নিয়মবিধি অনুযায়ী যোগ্য ছিলেন।

যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স এবং সিঙ্গাপুরের এক ডজনের বেশি তদন্তকারী এই তদন্তে জড়িত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App