×

আন্তর্জাতিক

গাজা যুদ্ধে নিহত হয়েছে ৫০১ ইসরায়েলি সেনা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৩, ০৯:১৯ এএম

গাজা যুদ্ধে নিহত হয়েছে ৫০১ ইসরায়েলি সেনা

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান যুদ্ধে এ পর্যন্ত ইসরায়েলের সামরিক বাহিনীর (আইডিএফ) অন্তত ৫০১ সেনা নিহত হয়েছেন। হামাসের সঙ্গে চলমান ৮৩ দিনের যুদ্ধে এই সেনারা নিহত হয়েছেন বলে বৃহস্পতিবার জানিয়েছে আইডিএফ ।

আইডিএফ বলেছে, গত ৭ অক্টোবর থেকে হামাসের বিরুদ্ধে শুরু হওয়া যুদ্ধে ৫০০ জনের বেশি ইসরায়েলি সেনা, কর্মকর্তা ও রিজার্ভ সেনা নিহত হয়েছেন। নিহত সেনাদের সংখ্যা ৫০১ জন।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বলেছে, ওই দিন হামাসের যোদ্ধারা কমপক্ষে ২৭৪ ইসরায়েলি সেনা ও স্থানীয় ৩৮ নিরাপত্তা কর্মকর্তাকে হত্যা করে। এছাড়া গাজায় স্থল অভিযান শুরুর পর এখন পর্যন্ত আরো ১৬৭ সেনা নিহত হয়েছেন।

এছাড়া লেবানন সীমান্তে হিজবুল্লাহ এবং ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী ইসলামিক জিহাদের হামলায় ইসরায়েলের কমপক্ষে ৯ সেনা নিহত হয়েছেন। পশ্চিম তীরে হামলায় নিহত হয়েছেন আরো ২ সেনা।

ইসরায়েল ২৫ নভেম্বর অস্থায়ী যুদ্ধ বিরতি ঘোষণা করলেও ১ ডিসেম্বর আবারও হামলা চালায় গাজায়। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর তথ্য অনুযায়ী, এখনও হামাসের হাতে রয়েছেন অন্তত ১২৯ জন জিম্মি। কীভাবে তাদের মুক্ত করা হবে, তা এখনও পরিষ্কার নয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App