×

আন্তর্জাতিক

কোভিডের নতুন উপরূপ নিয়ে কলকাতায় উদ্বেগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৩, ০৯:০৮ এএম

কোভিডের নতুন উপরূপ নিয়ে কলকাতায় উদ্বেগ

ফের কোভিডে মৃত্যু কলকাতায়। নতুন উপরূপ নিয়ে উদ্বেগের মধ্যেই এক করোনা আক্রান্ত বৃদ্ধের মৃত্যু হল।

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, মৃতের বয়স ৭০। ইকবালপুরের এক বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয় বৃহস্পতিবার।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, হৃদ্‌যন্ত্র ও শ্বাসকষ্টের সমস্যা হতে থাকায় বৃহস্পতিবার সকালে বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই তার করোনা পরীক্ষা হয়েছিল। মৃত্যুর পর রিপোর্ট এলে দেখা যায়, বৃদ্ধা কোভিড পজিটিভ ছিলেন।

কোভিডের নতুন উপরূপ জেএন.১-এর সন্ধান এখনও এ শহরে মেলেনি বলেই রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রের খবর। কিন্তু বিভিন্ন হাসপাতালে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। বাড়ছে আইসিইউ-তে রোগীও। ফলে এক কোভিড আক্রান্তের মৃত্যুর খবরে উদ্বেগ বেড়েছে। এই পরিস্থিতিতে চিকিৎসকদের মতে, পরিসংখ্যান বৃদ্ধির প্রবণতা উড়িয়ে দেয়াটা বিপদ ডেকে আনবে। এখনই সতর্ক হতে হবে। তবে আতঙ্কিত নয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App