×

আন্তর্জাতিক

ভারতের উত্তরখণ্ডে আদালতে হাতির তাণ্ডব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৩, ১২:২৯ পিএম

ভারতের উত্তরখণ্ডে আদালতে হাতির তাণ্ডব

ছবি: সংগৃহীত

ভারতের উত্তরখণ্ডে আদালতে হামলা চালিয়েছে বন্য হাতি। বুধবার (২৭ ডিসেম্বর) হরিদ্বার এলাকায় আদালতে আচমকা হামলা চালায় বন্য একটি হাতি। এসময় আদালতের প্রধান ফটক ভেঙ্গে ভেতরে ঢুকে পড়ে হাতিটি। সেখানে থাকা লোকজন হাতি দেখে ভয়ে ‍দিগ্বিদিক ছোটাছুটি শুরু করে। ওই ঘটনার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

বন বিভাগ সূত্রে জানা যায়, দলছুট হয়ে ওই হাতিটি দাঁতাল এলাকার লোকালয়ে ঢুকে পড়ে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ‘রাজাজি বাঘ সংরক্ষণ কেন্দ্র’ থেকে হাতিটি পালিয়ে এসেছে। পরে সেটি হরিদ্বারের রোশানাবাদ এলাকায় ঢুকে পড়ে। সেখানে জেলা প্রশাসকের দপ্তর ও একটি আদালত রয়েছে। হাতিটি আদালতের গেট ভেঙ্গে চত্বরে ঢুকলেও এসময় মূল গেট বন্ধ ছিল। পরে আদালত চত্বরে হাতিটি তাণ্ডব চালায়। এসময় আদালতের পাচিলের একটি অংশ ভেঙে ফেলে। খবর আনন্দবাজারের।

হাতিটি আদালতে ঢুকে পড়ায় আতঙ্কিত হয়ে পড়েন সেখানকার উপস্থিত লোকজন। তারা নিরাপদ আশ্রয়ে ছোটাছুটি শুরু করেন।

কয়েক মিনিট তাণ্ডব চালিয়ে হাতিটি আদালত চত্বর থেকে বেরিয়ে যায়। হামলার ঘটনায় বন অধিদপ্তরকে খবর দেয়া হলে তারা ঘটনাস্থলে ছুটে আসে। এসময় বনকর্মীরা ফাকা গুলি ছুড়ে হাতিটিকে জঙ্গলের তাড়িয়ে দেয়। এই ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায় নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App