×

আন্তর্জাতিক

মালয়েশিয়ায় ১৭১ বাংলাদেশি আটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৩, ০৯:১২ পিএম

মালয়েশিয়ায় ১৭১ বাংলাদেশি আটক

ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় ১৭১ জন অভিবাসী বাংলাদেশি দল বেঁধে হেঁটে যাওয়ার সময় তাদেরকে আটক করেছে দেশটির পুলিশ। অভিবাসীদের গ্রেফতারের একটি ভিডিও গত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

মালয়েশিয়ার পুলিশ ১৭১ বাংলাদেশীকে গ্রেফতারের বিষয়ে নিশ্চিত করেছে। খবর নিউ স্ট্রেইটস টাইম।

প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (২০ ডিসেম্বর) সকালে বাংলাদেশিদের একটি দলকে তেলুক রামুনিয়া বায়ু দামাইয়ের মোড়ে হাঁটতে দেখা গেছে। ভিডিওটি মানুষের মধ্যে অস্বস্তি ছড়িয়েছে।

গত বুধবার জোহর রাজ্যের কোটা টিংগি জেলার পুলিশ প্রধান ও সুপারিনটেনডেন্ট হুসেন জামোরা বলেন, মালয়েশিয়ার সশস্ত্র বাহিনী (এটিএম) পুলিশে অভিযোগ জানানোর পর আরো তদন্তের জন্য পুলিশের একটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ভাইরাল ভিডিওটি গত সপ্তাহে ঘটে যাওয়া ঘটনার।

জামোরা আরো বলেন, তারা চাকরির এজেন্টদের কাছে প্রতারিত হওয়ার পর ১০ কিলোমিটার দূরে অবস্থিত বায়ু দামাই থানায় অভিযোগ দায়ের করতে যাচ্ছিলেন বলে ধারণা করা হচ্ছে। তারা ৩ থেকে ৬ মাস ধরে বেকার বলে দাবি করেছেন। তবে তাদের সবার কাছে বৈধ নথি ছিলো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App