×

আন্তর্জাতিক

এবার ফরাসি ব্যাংকের সম্পদ কিনছে রাশিয়ার ব্যাংক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৩, ০৮:৫৪ পিএম

এবার ফরাসি ব্যাংকের সম্পদ কিনছে রাশিয়ার ব্যাংক

ছবি: সংগৃহীত

রাশিয়ার বিভিন্ন বড় কোম্পানির মালিকানায় ফ্রান্সের বহুজাতিক ব্যাংক সোসাইটি জেনারেলের অংশীদারত্ব রয়েছে। রাশিয়ার এসব কোম্পানিতে সোসাইটি জেনারেলের মালিকানার অংশীদারত্ব কিনে নিতে নতুন করে এক ফরমান জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রোববার (২৪ ডিসেম্বর) ভ্লাদিমির পুতিনের সই করা ওই ফরমানে বলা হয়েছে, রাশিয়ার বড় কোম্পানিগুলো সোসাইটি জেনারেলের অংশীদারত্ব কিনে নিতে পারবে রাশিয়ার আরেক ব্যাংক ‘রসব্যাংক’। খবর রয়টার্সের।

রসব্যাংকও একসময় ফ্রান্সের সোসাইটি জেনারেলের মালিকানাধীন ছিল। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া–ইউক্রেন যুদ্ধ শুরুর পর সোসাইটি জেনারেল রসব্যাংকে থাকা তাদের অংশীদারত্ব বিক্রির সিদ্ধান্ত নেয়। পরে ভ্লাদিমির পোটানিনের মালিকানাধীন ইন্টেরোস ক্যাপিটাল ৩৩৮ কোটি ডলারে রসব্যাংক কিনে নেয়। এবার রসব্যাংকের মাধ্যমে রাশিয়ার অন্য কোম্পানিতে থাকা সোসাইটি জেনারেলের শেয়ারগুলো কিনতে ফরমান জারি করলেন পুতিন। রসব্যাংকের বর্তমান মালিক ভ্লাদিমির পোটানিনকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ বলে মনে করা হয়।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা শুরুর পর যুক্তরাষ্ট্র ও ইউরোপের নেতৃত্বাধীন অনেক দেশ রাশিয়ার বিরুদ্ধে নানা নিষেধাজ্ঞা দেয়। এ প্রক্রিয়ার অংশ হিসেবে বিভিন্ন দেশে থাকা রাশিয়ার সম্পদ বাজেয়াপ্ত করা হয়।

এর প্রভাবে রাশিয়া থেকে ব্যবসা গুটিয়ে নেয় অনেক বিদেশি কোম্পানি। পাল্টা পদক্ষেপ হিসেবে রাশিয়ায় ‘শক্র’ দেশগুলোর বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপ নেয় তারা। এ বিষয়ে পুতিন বলেছেন, পশ্চিমা নিষেধাজ্ঞাকে রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধের ঘোষণা হিসেবে মনে করছেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App