×

আন্তর্জাতিক

ইরানের নৌবাহিনীতে যুক্ত হলো ক্রুজ ক্ষেপণাস্ত্র

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৩, ০৩:৪২ পিএম

ইরানের নৌবাহিনীতে যুক্ত হলো ক্রুজ ক্ষেপণাস্ত্র

ছবি: সংগৃহীত

ইরানের নৌবাহিনীতে যোগ হয়েছে ১ হাজার কিলোমিটার (৬২১ মাইল) পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং নজরদারি হেলিকপ্টার।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম তাসনিম নিউজ রবিবার এ খবর জানিয়েছে। ভারত মহাসাগরে রাসায়নিক ট্যাংকারে হামলার জন্য যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে অভিযোগ করা নিয়ে সৃষ্ট উত্তেজনার মধ্যেই দেশটির অস্ত্রভান্ডারে যুক্ত হল এসব অস্ত্র।

ইরানের নৌবাহিনী প্রধান শাহরাম ইরানির উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রীয় গণমাধ্যম বলেছে, তালাইয়েহ ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাল্লা ১ হাজার কিলোমিটার। এই স্মার্ট ক্ষেপণাস্ত্র ছোড়ার পর এটি মাঝপথেই নিশানা পরিবর্তন করতে সক্ষম।

এটি ছাড়াও নজরদারি হেলিকপ্টার, ড্রোন এবং মেরিন ক্রুজ ক্ষেপণাস্ত্রও ইরানের অস্ত্রভান্ডারে যোগ হয়েছে বলে জানান তিনি। এই সব হাতিয়ারই ইরানের সামরিক শিল্পে নকশা এবং তৈরি করা হয়েছে।

ইরানের সিস্তান-বেলুচিস্তানের কোনরাক নগরীতে রবিবার সেনাবাহিনীর প্রধান কমান্ডার মেজর জেনারেল মুসাভি, ইরানের নৌবাহিনী প্রধান শাহরাম ইরানি এবং অন্য ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের উপস্থিতিতে নৌবাহিনীর হাতে এই নতুন অস্ত্র তুলে দেয়া হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App