×

আন্তর্জাতিক

ইসরায়েল ২ হাজার পাউন্ডের ৫০০ বোমা ফেলেছে গাজায়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৩, ০৯:২০ এএম

ইসরায়েল ২ হাজার পাউন্ডের ৫০০ বোমা ফেলেছে গাজায়

ইসরায়েল ২ হাজার পাউন্ডের ৫০০ বোমা ফেলেছে গাজায়

গাজায় ২ হাজার পাউন্ডের অন্তত ৫ শতাধিক বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। এতে প্রাণহানির পাশাপাশি হয়েছে বিপুল ধ্বংসযজ্ঞ। সমরবিদরা মনে করেন, এসব বোমা হামলাস্থলের আশপাশে ১ হাজার ফুট দূরত্বের লোকজনেরও প্রাণহানি ঘটাতে পারে।

গাজায় বোমার আঘাতে হওয়া ৫ শতাধিক গর্ত দেখা গেছে স্যাটেলাইটের ছবিতে, যেগুলোর পরিধি ৪০ ফুটেরও বেশি। ইসরায়েলের ছোড়া দুই হাজার পাউন্ডের বেশি ওজনের বোমার আঘাতে এসব গর্ত তৈরি হয়েছে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকেরা। খবর সিএনএনের।

প্রতিবেদনে বলা হয়, এর আগে একই ধরনের, তবে এরচেয়ে কম শক্তিশালী বোমা ইরাকে আইএসের বিরুদ্ধে ব্যবহার করতে দেখা গেছে মার্কিন সামরিক বাহিনীকে। এতোদিন শোনা গেলেও এবার বৃহৎ আকারের এ বোমা হামলার অস্থিত্ব খুজে পেয়েছেন সমরবিদরা।

এদিকে শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুরে গাজা নিয়ন্ত্রণকারী স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৪৮ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৩৯০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা ২০ হাজার ৫৭ জনে এবং আহতের সংখ্য ৫৩ হাজার ৩২০ জনে দাড়িয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App