×

আন্তর্জাতিক

হঠাৎ আলোচনায় কেন দাউদ ইব্রাহিম?

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৩, ০৪:৪৪ পিএম

হঠাৎ আলোচনায় কেন দাউদ ইব্রাহিম?

দাউদ ইব্রাহিম

হঠাৎ আলোচনায় ভারত সরকারের মোস্ট ওয়ান্টেড দাউদ ইব্রাহিম। শোনা গেছে তাকে বিষ প্রয়োগে হত্যার চেষ্টা করা হয়েছে। ধারণা করা হচ্ছে তিনি পাকিস্তানের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। একাধিক রিপোর্ট অনুযায়ী, পাকিস্তানের যে হাসপাতালে দাউদকে রাখা হয়েছে, সেখানে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। বাইরের কাউকেউ ভেতরে ঢুকতে দেয়া হচ্ছে না। শুধুমাত্র চিকিৎসক এবং দাউদের পরিবারের সদস্যদেরই দেখা করার অনুমতি দেয়া হয়েছে। যদিও এ বিষয়ে সরকারিভাবে পাকিস্তানের তরফ থেকে কোনও মন্তব্য করা হয়নি, মন্তব্য করেনি ভারত সরকারও। বিভিন্ন গণমাধ্যমের একাধিক রিপোর্ট অনুযায়ী, আপাতত পাকিস্তানের করাচিতেই থাকছেন দাউদ ইব্রাহিম। ভারতের মোস্ট ওয়ান্টেড হয়ে দাউদ দীর্ঘদিন ধরেই পাকিস্তানে থাকছেন বলে একাধিক সুত্র দাবি করছে। তার বিরুদ্ধে অভিযোগ ১৯৯৩ সালের মুম্বাই হামলা চালিয়ে মোট ২৫০ জনেরও বেশি মানুষকে হত্যার। এ ঘটনায় আহত হয় আরো ১ হাজারেরও বেশি মানুষ। ভারতের জাতীয় তদন্তকারী সংস্থার (এনআইএ) রিপোর্টে জানা যায়, করাচির ক্লিফটন এলাকাতে থাকছেন দাউদ ইব্রাহিম। দাউদের ভাগ্নে একবছর আগে দাবি করেছিলেন ফের বিয়ে করেছেন ভারতের মোস্ট ওয়ান্টেড এই ব্যক্তি। তার ৩ মেয়ে ও এক ছেলে রয়েছে। তাদের নাম মারুখ, মেহরিন, মাজিয়া ও মাহিন নওরাজ। ভারতে সন্ত্রাসী কাজের জন্য অর্থের জোগানের অভিযোগে ২০২২ সালের নভেম্বরে দাউদ ইব্রাহিমসহ আরো ৪ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে এনআইএ। সেইসময় জাতীয় তদন্তকারী সংস্থার এক মুখপাত্র বলেছিলেন, অভিযুক্তরা প্রায় সাবাই অপরাধী চক্র ডি কোম্পানির সদস্য। জানা যায়, ভারতে অবস্থান না করেও মুম্বাইয়ে অপরাধ জগতের অনেকটাই এখনও নিয়ন্ত্রণ করেন দাউদ ও তার অনুসারীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App