×

আন্তর্জাতিক

রোহিঙ্গাদের জমি ইজারা দিচ্ছে মিয়ানমার সরকার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুন ২০১৮, ০৪:১৫ পিএম

রোহিঙ্গাদের জমি ইজারা দিচ্ছে মিয়ানমার সরকার
বাংলাদেশে আশ্রয় নেয়া সব রোহিঙ্গাদের জমি ইজারা দেয়া হচ্ছে বলে জানিয়েছে ইরাবতী পত্রিকা। মিয়ানমারের ইরাবতীর এক প্রতিবেদনে বলছে, রাখাইন রাজ্যে নিপীড়নের মুখে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের আবাদি জমিগুলি সেখানকার রাখাইনদের এবং বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে ইজারা দিচ্ছে মিয়ানমার সরকার। প্রতিবেদনে বলা হয়, রাখাইনে রোহিঙ্গাদের ফেলে আসা ৭০ হাজার একর জমির মধ্যে ১০ হাজার একর জমি একটি বেসরকারি প্রতিষ্ঠানকে লিজ দিয়েছে মিয়ানমার সরকার। বাকিগুলোও লিজ দেয়া হবে। যদিও মিয়ানমারের আইনমন্ত্রী বিষয়টি অস্বীকার করেছেন। তবে রাখাইন রাজ্যের আইনমন্ত্রী উ মং অন ভাষ্য, জমিগুলো খালি ফেলে রাখা ভালো হবে না। স্থানীয় মানুষ ও ভূমিহীন কৃষকদের এগুলোতে চাষ করতে দেয়া উচিত। বেসরকারি কোম্পানিকেও এসব জমি লিজ দেয়া যেতে পারে। ২০১৭ সালের আগস্টে রাখাইন রাজ্যে সেনা অভিযানের মুখে প্রাণ বাঁচাতে ভিটামাটি ফেলে বাংলাদেশে পালিয়ে আসেন আট লাখের বেশি রোহিঙ্গা। তাদের ফেলে আসা বিপুল পরিমাণ জমি সেখানে অনাবাদি রয়েছে। আর এসব জমিই ইজারা দিচ্ছে সেখানকার বৌদ্ধ ধর্মাবলম্বী বাসিন্দাদের ও বেসরকারি প্রতিষ্ঠানকে। শনিবার (০২জুন) সিঙ্গাপুরে একটি আঞ্চলিক নিরাপত্তা সংলাপে মিয়ানমারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তাং তুন জানান, রোহিঙ্গারা ফিরতে চাইলে তাদের সবাইকে ফিরিয়ে নিতে রাজি তার দেশ। বিশেষজ্ঞরা বলছেন, মিয়ানমার রোহিঙ্গাদের আদৌ ফিরিয়ে নেবে কিনা সংশয় রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App