×

আন্তর্জাতিক

বাইডেনের ইমপিচমেন্ট নিয়ে মার্কিন কংগ্রেসে ভোট

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৩, ০৪:২৭ পিএম

বাইডেনের ইমপিচমেন্ট নিয়ে মার্কিন কংগ্রেসে ভোট

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে তার ছেলের ব্যবসায় অবৈধ এবং বিতর্কিতভাবে যুক্ত থাকার অভিযোগ আনা হয়েছে।

 এই অভিযোগের প্রেক্ষিতে বাইডেনের বিরুদ্ধে ইমপিচমেন্ট বা অভিশংসন তদন্তের প্রস্তাব আনা হয়েছে মার্কিন হাউস অব রিপ্রেসেনটেটিভে।

বুধবারে আনা এ প্রস্তাবের পক্ষে সিনেটে ভোট পড়েছে ২২১টি, বিপক্ষে ২১২টি। বোঝাই যাচ্ছে, রিপাবলিকানদের দখলে থাকা হাউস অব রিপ্রেসেনটেটিভসে সব রিপাবলিকান প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন। ডেমোক্র্যাটেরা সবাই বিরোধিতা করেছেন।

প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার দীর্ঘদিন ধরে ব্যবসা বানিজ্য করছে। তার এ ব্যাবসা-বাণিজ্য করা নিয়ে উঠছে প্রশ্ন । অনেক সমালোচক অবশ্য বলছেন বিতর্কিত সেই ব্যবসায় যুক্ত আছেন বাইডেন নিজেও। এ অভিযোগরে পরিপ্রেক্ষিতেই বাইডেনের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনা উচিত বলে দাবি উঠেছে।

সাবেক স্পিকার কেভিন ম্যাকার্থি গত ১২ সেপ্টেম্বর বাইডেনের বিরুদ্ধে ইমপিচমেন্ট তদন্ত করার নির্দেশ দিয়েছিলেন। হোয়াইট হাউস অবশ্য সেটি বাতিল করে দিয়েছিল।

এদিনের ভোটের পর বাইডেন হোয়াইট হাউস থেকে একটি বিবৃতি জারি করেছেন। তাতে বলা হয়েছে, মিথ্যের ওপর দাঁড়িয়ে এই প্রস্তাব নেওয়া হয়েছে। সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে একাজ করা হচ্ছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন।

ডেমোক্র্যাটদের অভিযোগ, ডোনাল্ড ট্রাম্পের ইমপিচমেন্ট প্রস্তাবের বদলা নিতেই বাইডেনের বিরুদ্ধে এই প্রস্তাব আনা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App