×

আন্তর্জাতিক

পুতিনের কাছে অসন্তোষ প্রকাশ করলেন নেতানিয়াহু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৩, ১০:৪৪ পিএম

পুতিনের কাছে অসন্তোষ প্রকাশ করলেন নেতানিয়াহু

ছবি: ইন্টারনেট

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবকে সমর্থন করে ভোট দেয়ায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে অসন্তোষ প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার (১০ ডিসেম্বর) ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, জাতিসংঘসহ অন্যান্য ফোরামে রাশিয়ার প্রতিনিধিরা ইরায়েলের বিরুদ্ধে যে অবস্থান নিয়েছেন, সে বিষয়ে রোববার পুতিনের কাছে অসন্তোষ প্রকাশ করে নেতানিয়াহু বলেছেন, সন্ত্রাসী হামলার শিকার হওয়ার পর ইসরায়েল যে শক্তি খাটিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে, একই পরিস্থিতিতে পড়লে অন্য কোনো দেশ এর চেয়ে কম শক্তি খাটাত না।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস গাজায় ইসরায়েলের হামলা ঘিরে সংস্থাটি সনদের ৯৯ ধারা প্রয়োগ করেন। এরপর গত শুক্রবার ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব তোলে সংযুক্ত আরব আমিরাত। ওইদিন ভোটাভুটিতে প্রস্তাবের সমর্থন জানায় রাশিয়াসহ পরিষদের ১৩ সদস্য। তবে স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্রের ভেটোতে যুদ্ধবিরতি প্রস্তাব ব্যর্থ হয়। উল্লেখ্য, ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায়। ওই হামলায় ইসরায়েলে ১ হাজার ১৪৭ জন নিহত হন। ৭ অক্টোবর থেকেই গাজায় নির্বিচার হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে উপত্যকাটিতে এ পর্যন্ত ১৭ হাজার ৭০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন যাদের বেশির ভাগই নারী ও শিশু।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App