×

আন্তর্জাতিক

সবচেয়ে জনপ্রিয় বিশ্ব নেতাদের তালিকায় শীর্ষে মোদি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৩, ০৯:১৬ এএম

সবচেয়ে জনপ্রিয় বিশ্ব নেতাদের তালিকায় শীর্ষে মোদি

ছবি: সংগৃহীত

সবচেয়ে জনপ্রিয় বিশ্বনেতাদের নিয়ে একটি গবেষণাপ্রতিষ্ঠানের করা তালিকায় আবারো শীর্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রতিষ্ঠানটির এক জরিপ অনুযায়ী, মোদির জনপ্রিয়তার হার ৭৬। মার্কিন ভিত্তিক পরামর্শদাতা সংস্থা 'মর্নিং কনসাল্ট' গেল ৭ ডিসেম্বর প্রকাশিত তথ্য অনুসারে, ৭৬ শতাংশ অনুমোদনের রেটিং নিয়ে নরেন্দ্র মোদি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা হিসাবে তার অবস্থান ধরে রেখেছেন। কেবল মাত্র ১৮ শতাংশ মানুষই মোদিকে পছন্দ করেন না। খবর: হিন্দুস্তান টাইমস এই সমীক্ষায় গ্রহণযোগ্যতার নিরিখে দ্বিতীয় সবথেকে জনপ্রিয় নেতার তকমা পেয়েছেন মেক্সিকোর অ্যান্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদর। তাঁর গ্রহণযোগ্যতা ৬৬ শতাংশ। তাঁকে অপছন্দ করা ব্যক্তি হলেন ২৯ শতাংশ। এরপর তালিকায় তৃতীয় স্থানে আছেন সুইজারল্যান্ডের অ্যালেইন বারসেট। তাঁর গ্রহণযোগ্যতা ৫৮ শতাংশ। তাঁকে অপছন্দ করেন ২৮ শতাংশ সুইস। এরপর তালিকায় চতুর্থ স্থানে আছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। তাঁর গ্রহণযোগ্যতা ৪৯ শতাংশ। তাঁকে অপছন্দ করেন সেদেশের ৪৪ শতাংশ মানুষ। এরপরই তালিকায় আছেন অজি প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। তাঁর গ্রহণযোগ্যতা ৪৭ শতাংশ। ৪২ শতাংশ অজি নাগরিকদের মধ্যে তাঁর গ্রহণযোগ্যতা নেই। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি আছেন ষষ্ঠ স্থানে। তাঁর গ্রহণযোগ্যতা ৪১ শতাংশ। ৫২ শতাংশ ইতালিয়ান পছন্দ করেন না মেলোনিকে। এই তালিকায় অষ্টম স্থানে আছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। অবশ্য তাঁর দেশের ৫৮ শতাংশ মানুষই তাঁকে পছন্দ করেন না। তালিকায় নবম স্থানে আছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তাঁর গ্রহণযোগ্যতা মাত্র ৩৭ শতাংশ। ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক প্রথম দশে জায়গা পাননি। মর্নিং কনসাল্টের সর্বশেষ অনুমোদনের রেটিংগুলো ২৯ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর, ২০২৩ পর্যন্ত সংগৃহীত ডেটার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। প্রতিবেদন অনুসারে, অনুমোদনের রেটিংগুলো বিভিন্ন নমুনার আকার সহ প্রতিটি দেশের প্রাপ্তবয়স্ক বাসিন্দাদের সাত দিনের চলমান গড়ের উপর ভিত্তি করে। এর আগে ২০২২ সালে মোদির জনপ্রিয়তার হার ছিল ৭৫ শতাংশ। এছাড়া ২০২১ সালের নভেম্বরে প্রকাশিত সবচেয়ে জনপ্রিয় বিশ্বনেতাদের তালিকায়ও শীর্ষস্থানে ছিলেন মোদি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App