×

আন্তর্জাতিক

রাফায় নিরাপদ আশ্রয়ের খোঁজে ফিলিস্তিনিরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৩, ১২:২১ পিএম

রাফায় নিরাপদ আশ্রয়ের খোঁজে ফিলিস্তিনিরা

ছবি: ডেইলি সাবাহ

গাজার দক্ষিণাংশের খান ইউনিস শহরে ইসরায়েলি সেনাদের সঙ্গে হামাস যোদ্ধাদের তীব্র লড়াই চলছে। ইসরায়েল ডিফেন্স ফোর্স (আইডিএফ) জানিয়েছে, শহরটিতে তারা বেশ কয়েকজন হামাস যোদ্ধাদের বাড়ি ঘেরাও করে ফেলেছেন। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) খান ইউনিসের কয়েক ডজন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল। এমন পরিস্তিতিতে ফিলিস্তিনিরা নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে দিকবিদিক ছুটছে। জাতিসংঘ এমন পরিস্থিতিকে ‘অপক্যালিপটিক’ হিসাবে বর্ণনা করেছে। খবর ডেইলি সাবাহ’র। এমন পরিস্থিতিতে গাজার হাজার হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি মিশরের সীমান্তের কাছে এবং ভূখন্ডের একটি জনশূন্য সমুদ্রতীরবর্তী এলাকায় আশ্রয় নেয়ার চেষ্টা করছে। এর আগে আইডিএফ লিফলেট ছেড়ে ও মোবাইলে বার্তা পাঠিয়ে খান ইউনিসে ফিলিস্তিনিদের রাফায় চলে যেতে হুমকি দেয়। খান ইউনিসে তাড়া খেয়ে ফিলিস্তিনিরা মিশরের সীমান্তবর্তী রাফা শহরে গিয়ে জড়ো হয়। কিন্তু বুধবার রাফার এক বাড়িতে ইসরায়েলের বিমান হামলায় ১৭ জন নিহত হয় বলে নিশ্চিত করেছে রাফার স্বাস্থ্য কর্মকর্তারা। আইডিএফ জানিয়েছে, ইসরায়েলের সেনারা খান ইউনিসের কেন্দ্রস্থলে ‘নির্দিষ্ট লক্ষ্যে অভিযান’ চালাচ্ছে, ‘সন্ত্রাসীদের নির্মূল, তাদের অবকাঠামো ধ্বংস ও অস্ত্র উদ্ধার’ করছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েলি বাহিনী খান ইউনিসে হামাস নেতা ইয়াহিয়া আল-সিনওয়ারের বাড়ি ঘেরাও করে ফেলেছে। তিনি আরো বলেন, সিনাওয়ার তার বাড়িতে নাও থাকতে পারেন। পালিয়ে গেলেও আল-সিনোয়ারকে ধরতে বেশি সময় লাগবে না।” জাতিসংঘের মানবিক দপ্তর বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে, খান ইউনিস থেকে ১৩ কিলোমিটার দক্ষিণে রাফায় অধিকাংশ গৃহহীন মানুষ তাঁবুর অভাবে খোলা জায়গায় ঘুমাতে বাধ্য হচ্ছে। ১ ডিসেম্বর যুদ্ধবিরতি শেষে রাফা ক্রসিং দিয়ে সামান্য ত্রাণ প্রবেশ করলেও যুদ্ধের তীব্রতায় সেগুলো বিতরণ করা যাচ্ছে না। গাজায় ফিলিস্তিনি চিকিৎসকরা বলেছেন, হাসপাতালগুলোতে মরদেহ রাখার জায়গা নেই। আহতদের উপচেপড়া ভিড়ে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। আহত ও নিহতের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। হাসপাতালের ওষুধ ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহের অভাবে ফুরিয়ে আসছে। ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র মার্কিন যুক্তরাষ্ট্রসহ অন্যান্য পশ্চিমা নেতারা মানবিক সঙ্কট মোকাবেলায় এবং বেসামরিক হতাহতের সংখ্যা কমাতে ইসরায়েলকে আরও মানবিক হয়ে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App